• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    যেভাবেই হোক, আরেকটা স্টার পেলেই খুশি গ্রিযমান

    যেভাবেই হোক, আরেকটা স্টার পেলেই খুশি গ্রিযমান    



    সেমিফাইনালে ফ্রান্সের কাছে হারের বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়া আর অধিনায়ক এডেন হ্যাজার্ড কথা বলেছিলেন একই সুরে। কোর্তোয়া অবশ্য বোম ফাটিয়েছিলেন, দাবি করেছিলেন, ফ্রান্সের খেলা অফুটবলীয়। হ্যাজার্ড বলেছিলেন ফ্রান্সের মতো খেলে জয়ী দলে থাকার চেয়ে হেরে যাওয়াই ভালো। হ্যাজার্ড, কোর্তোয়ার বক্তব্য নিয়ে এতোদিন আলোচনা সমালোচনা হয়েছে অনেক। কিন্তু ফ্রেঞ্চ কোনো খেলোয়াড়ের কাছ থেকে উলটো মন্তব্য শোনা যায়নি।

    তার একটা কারণ অবশ্য ছিল সেমিফাইনালের পর আর সংবাদ সম্মেলনেই আসেনি কোনো খেলোয়াড়। বিশ্বকাপ ফাইনালের আগে শুক্রবার এসেছিলেন আঁতোয়া গ্রিযমান। ক্রোয়েশিয়ার বিপক্ষে ফাইনাল নিয়ে অনুমিত প্রশ্নগুলো  ছিল তার কাছে, কিন্তু কোর্তোয়া, হ্যাজার্ডের বক্তব্য নিয়ে কি মনে করছেন সেই প্রশ্নটাই আলো কাড়লো সবচেয়ে বেশি।

    ব্যাপারটা নিয়ে যে গ্রিযমান মহাবিরক্ত সেটাও বোঝা গেল তার কথায়, "কোর্তোয়া কি মনে করে নাকি সে চেলসিতে বার্সেলোনার মতো ফুটবল খেলে? কীভাবে হলো সেটা নিয়ে আমার মাথা ঘামানোর সময় নেই, আমার জার্সিতে আরেকটা স্টার বাড়লেই হলো, সেটা যেভাবেই হয়, হোক।"

     

     

    বিশ্বকাপে এখন পর্যন্ত ৩ গোল করেছেন গ্রিযমান। দুই বছর আগে ঘরের মাঠে ইউরোতে সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। এবার আর গোল্ডেন বুট জেতার ইচ্ছা নেই তার, জিততে চান গোল্ডেন ট্রফিটা, "ইউরোতে আমি সর্বোচ্চ গোলদাতা ছিলাম, কিন্তু আমার দল কিছু জেতেনি। এবার তাই আমি চেষ্টা করেছি যত কম গোল করে পারা যায়! দেখি সেটাতে কাজ হয় কী না!"