• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    শীতকালেই হবে কাতার বিশ্বকাপ

    শীতকালেই হবে কাতার বিশ্বকাপ    

    জুন-জুলাইয়ের নিয়ম থেকে সরে আসছে বিশ্বকাপ। ২০২২ সালের কাতার বিশ্বকাপ হবে শীতকালে, এটা বলা হয়েছিল আগেই, এবার নিশ্চিত করা হয়েছে। ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর ২০২২ সালে হবে এই বিশ্বকাপ। 

    গ্রীষ্মকালে লিগগুলোর বিরতির সময় হয়ে আসছে বিশ্বকাপ, শীতকালে হওয়াতে লিগগুলোকে বাড়তি বিরতিতে যেতে হবে তাই। ফিফার পক্ষ থেকে লিগকে এসব জানানোও হয়েছে। 

    টুর্নামেন্ট শুরুর আগে কয়েক সপ্তাহর জন্য বন্ধ রাখতে হবে লিগ, যাতে জাতীয় দল অনুশীলনের সুযোগ পায়। বিশ্বকাপের পরও ফুটবলারদের বিশ্রাম দিতে বিরতি নিতে হবে লিগগুলোকে। অবশ্য এই বিরতিটা অনেক লিগের জন্যই তেমন সমস্যা হবে না, এমনিতেই বড়দিনের একটা বিরতি থাকে। 

    গোলমাল বাঁধবে ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে। বড়দিনকে ঘিরে বেশ ব্যস্ত সূচি থাকে এই লিগের, ২০২২ সালে তাদেরকে ত্যাগ করতে হবে সেটাই। 

     

     

    অবশ্য শীতকালে হলেও ঠিক সেই অর্থে শীত থাকবে না কাতারে। নভেম্বর-ডিসেম্বরেও সেখান ২০ ডিগ্রীর মতো গড় তাপমাত্রা থাকে। এই কাতার বিশ্বকাপকে ঘিরে বেশ সমালোচনাও হয়েছে এর আগে থেকেই। 

    অতিকায় সব স্টেডিয়াম নির্মাণে শ্রমিকদের মানবেতর জীবনযাপন নিয়েও কথা হয়েছে অনেক। এবার বিশ্বকাপের সূচিও বদলে যাচ্ছে।