লিভারপুলে শাকিরি
বিশ্বকাপ শেষদিকে। কিন্তু দলবদলের বাজার এখন রমরমা! কয়েকদিন আগে রিয়াদ মাহরেজ যোগ দিয়েছেন ম্যানচেস্টার সিটিতে। মাহরেজ অবশ্য বিশ্বকাপে ছিলেন না। তবে জের্দান শাকিরির লিভারপুলে যোগ দেওয়াতে বোধ হয় দেরিটা হয়েছে বিশ্বকাপের জন্যই। সুইজারল্যান্ডের হয়ে প্রতিটি ম্যাচ শুরু করেছিলেন এবার, গুরুত্বপূর্ণ গোল করে দলকে দ্বিতীয় রাউন্ডেও নিয়ে গিয়েছিলেন। কিন্তু বিশ্বকাপের আগেই শাকিরির ক্লাব স্টোক সিটি রেলিগেটেড হয়ে যাওয়ায় তার নতুন ক্লাবে যাওয়াটা ছিল সময়ের ব্যাপারই। লিভারপুলও অনেকদিন ধরেই তার ব্যাপারে আগ্রহী ছিল বলেই শোনা যাচ্ছিল। গুজবটা গত কয়েকদিন ধরে বাড়ার পর, আজ নিশ্চিত হয়েছে সবকিছু। লিভারপুলে যোগ দিয়েছে ২৬ বছর বয়সী উইঙ্গার শাকিরি।