"সিরি আকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যাবেন রোনালদো"
রক্ষণাত্মক ফুটবল, ম্যাড়ম্যাড়ে ৯০ মিনিটের ম্যাচ; সিরি আ নিয়ে বিশ্বজুড়ে বহু ফুটবল ভক্তের অভিব্যক্তি এমনটাই। গত মৌসুমে জুভেন্টাস-নাপোলির জমজমাট শিরোপা লড়াই কিছুটা আকর্ষণ করলেও সবকিছু মিলিয়ে লা লিগা কিংবা ইংলিশ প্রিমিয়ার লিগের মতো জনপ্রিয় হতে পারছে না ইতালিয়ান লিগ। তবে নাপোলি ডিফেন্ডার রাউল অ্যাবিওল মনে করেন, ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাসে আসা সিরি আকে আবারও জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যাবে।
রোনালদোর কল্যাণে স্পেন ও ইংল্যান্ডের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাবে ইতালিয়ান লিগ, এমনটাই আশা অ্যাবিওলের, ‘যখন রোনালদোর মতো চ্যাম্পিয়ন ফুটবলার সিরি আতে আসে, তখন স্বাভাবিকভাবেই এই লিগ নিয়ে মানুষের আগ্রহ আগের চেয়ে কয়েকগুণে বেড়ে যাবে। সবাই রোনালদোর ব্যাপারে জানতে চায়, তাই ফুটবল ভক্তদের বড় একটা অংশের নজর থাকবে সিরি আর দিকেই। এটা ইতালিয়ান লিগের জন্য দারুণ একটা সুযোগ অন্যদের সাথে একই গতিতে এগিয়ে যাওয়ার।’
৯০ এর দশকে ডিয়েগো ম্যারাডোনার ছোঁয়ায় নতুন প্রাণ পেয়েছিল নাপোলি, প্রাণ পেয়েছিল সিরি আও। ম্যারাডোনার মতো রোনালদোও সিরি আর জৌলুশ বাড়িয়ে দেবেন রোনালদো, এটাই চান অ্যাবিওল, ‘৯০ এর দশকে সিরি আ যেমন ছিল, সত্যি বলতে এখন তেমনটা নেই। তখন বড় মাপের ফুটবলাররা সবাই এখানে খেলতে আসতে চাইতো। রোনালদো জুভেন্টাসের হয়ে খেললে তাকে দেখেও অনেকে এখানে আসবে।’
জুভেন্টাসের হয়ে কতটুক আলো ছড়িয়ে সিরি আ-কে সমৃদ্ধ করতে পারবেন রোনালদো, সেটা সময়ই বলে দেবে।