• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    "যেই জিতুক, রাকিটিচ-এমবাপ্পে দুজনই ‘চ্যাম্পিয়ন"

    "যেই জিতুক, রাকিটিচ-এমবাপ্পে দুজনই ‘চ্যাম্পিয়ন"    

    দুজনের সাথেই তিনি খেলেছেন। নেইমার ইভান রাকিটিচের সাথে বার্সেলোনায় খেলেছিলেন, এখন খেলছেন পিএসজির কিলিয়ান এমবাপ্পের সাথে। রাকিটিচ-এমবাপ্পে কাল মুখোমুখি হবেন বিশ্বকাপের ফাইনালে। দুই সতীর্থকে শুভকামনা জানিয়ে নেইমার বলেছেন, যেই হারুক জিতুক, রাকিতিচ-এমবাপ্পে দুজনই ‘চ্যাম্পিয়ন’।

    এমবাপ্পে-রাকিটিচ দুজনেরই এটা প্রথম বিশ্বকাপ ফাইনাল। নিজের ইনসটাগ্রামে দুজনকে তাই পুরো ম্যাচটা উপভোগ করতে বললেন নেইমার, ‘কিলিয়ান ও ইভান, আমার বন্ধুরা, আমি জানি এই পর্যায়ে পৌঁছানোটা তোমাদের জন্য কতটা কষ্টের জন্য। এখন এটাকে উপভোগ করতে হবে, এটার যোগ্যতা তোমরা অর্জন করেছ। দুজনের জন্য আমি অনেক খুশি। দুই দেশের সমর্থকদের উল্লাস,আবেগ দেখেও ভালো লাগছে।’

     

     

    ফাইনালের মঞ্চে তিনিও থাকতে চেয়েছিলেন এমবাপ্পে-রাকিটিচদের মতো, বলছেন নেইমার, ‘আমি অস্বীকার করব না, ফাইনালে আমি তোমাদের সাথেই মাঠে থাকতে চেয়েছিলাম। এবার তো সেটা হয়নি। আশা করি কাতারে হবে! ফাইনালের সব ভুলে তোমরা উপভোগ করবে এটাই চাই। যেই হারুক না জিতুক, তোমরা দুজনই চ্যাম্পিয়ন। আশা করি তোমরা নিজেদের দলের চাওয়া পূর্ণ করতে পারবে। তোমাদের মতো বন্ধু পেয়ে আমি গর্বিত, ফুটবলও তোমাদের পেয়ে গর্বিত, শুভকামনা!’

    আগামীকাল লুঝনিকিতে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স-ক্রোয়েশিয়া।