• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    রাশিয়ায় চ্যাম্পিয়ন দল পাবে ৩১৮ কোটি টাকা!

    রাশিয়ায় চ্যাম্পিয়ন দল পাবে ৩১৮ কোটি টাকা!    

    আর মাত্র একদিন। গত মাসের ১৪ জুন শুরু হওয়া ফুটবলের মহারণ অবশেষে সমাপ্তির পথে। এবারের চ্যাম্পিয়নরা প্রাইজমানি পাবে কত কোটি? আগেই বাদ পাওয়া দলগুলোই বা পাচ্ছে কত? ২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের টাকার অংকটা কিন্তু চোখ কপালে তোলার মতোই, তাদের দেওয়া হবে ৩১৮ কোটি টাকারও বেশি!

    এই আসরে ফিফা বণ্টন করবে প্রায় ৬৬২৬ কোটি টাকা। গত বিশ্বকাপ থেকে যা ৪০ শতাংশ বেশি।এর মাঝে অংশগ্রহণকারী দলগুলো পাবে ৩৩৫১ কোটি টাকা। ১৭৫০ কোটি টাকা দেওয়া হবে বিশ্বকাপে খেলতে আসা ফুটবলারদের ক্লাবের উন্নয়নের জন্য। বাকি ১১২২ কোটি টাকা সেই ক্লাবগুলোকে দেওয়া হবে বিশ্বকাপে আসা তাদের ফুটবলারদের ইনস্যুরেন্স হিসেবে।  

     

     

    রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দলগুলো পাবে প্রায় ৬৭ কোটি টাকা। দ্বিতীয় রাউন্ডে বাদ পড়লে পাচ্ছে ১০০ কোটি টাকা। কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়া দলগুলো পাবে ১৩৪ কোটি টাকা। চতুর্থ হলে দলটি পাবে ১৮৪ কোটি টাকা। তৃতীয় হওয়া দল পাবে ২০১ কোটি টাকা। বিশ্বকাপের রানার্সআপ পাবে প্রায় ২৩৪ কোটি টাকা। এছাড়াও প্রতি দলই বিশ্বকাপের বোনাস হিসেবে পাচ্ছে সাড়ে ১২ কোটি টাকা।

    গত ৫ বিশ্বকাপেই প্রতি আসরে বাড়ছে প্রাইজমানি। ২০০২ বিশ্বকাপে মোট প্রাইজমানি ছিল ১২৯০ কোটি টাকা। ২০০৬ বিশ্বকাপে সেটা বেড়ে দাঁড়ায় ২১৯৪ কোটি টাকা। ২০১০ বিশ্বকাপে মোট প্রাইজমানি দেওয়া হয়েছে ৩৫১৮ কোটি টাকা, শেষবার ব্রাজিল বিশ্বকাপে মোট প্রাইজমানি ছিল ৪৭২৪ কোটি টাকারও বেশি।