• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    সিটির মুখের খাবার কেড়ে নিল চেলসি

    সিটির মুখের খাবার কেড়ে নিল চেলসি    

    ম্যানচেস্টার সিটিতে যোগ দেবেন জর্জিনহো, মোটামুটি সেরকম কথাই হয়ে ছিল। স্কাই স্পোর্টস বলছে, দুই মাস আগেই ম্যান সিটিকে মৌখিক কথা দিয়েছিলেন নাপোলির এই ইতালিয়ান মিডফিল্ডার। কিন্তু আরও একবার প্রমাণ হলো, দলবদলে শেষ কথা বলে কিছু নেই। নাপোলি থেকে চেলসিতে এলেন কোচ মরিসিও সারি, তাঁর সঙ্গে চলে এলেন জর্জিনহো।

     

     

    জর্জিনহোকে দলে নেওয়ার জন্য অনেক দিন ধরেই চেষ্টা করছিল সিটি। কিছুদিন আগেও মনে হচ্ছিল, চুক্তিটা সময়ের ব্যাপার। এর পরেই গুঞ্জন শোনা যায়, ম্যানচেস্টারের চেয়ে লন্ডনে থাকতে বেশি আগ্রহী ২৬ বছর বয়সী এই ইতালিয়ান। সারিও নাপোলিতে থেকে চেলসিতে আসছেন, দুইয়ে দুইয়ে চার মেলানোও হয়ে গেল। কয়েক দিন আগেই নিশ্চিত হয়ে গেল, জর্জিনহোর নতুন ঠিকানা হচ্ছে চেলসিই। আজ সেটার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে।

    জর্জিনহোর জন্য চেলসিকে ৫৭ মিলিয়ন পাউন্ড খরচ করতে হয়েছে বলে জানা গেছে। চুক্তিটা হয়েছে পাঁচ বছরের জন্য।  এই মৌসুমে এটা চেলসির প্রথম বড় কোনো খেলোয়াড়কে দলে টানা।