• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    বরখাস্ত হলেন সাম্পাওলি

    বরখাস্ত হলেন সাম্পাওলি    

    বিশ্বকাপের ব্যর্থতার পর থেকেই গুঞ্জনটা উঠেছিল। আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলিকে শেষ পর্যন্ত কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। দুই পক্ষের সমঝোতাতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। 

    ২০১৭ সালে আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছিলেন হোর্হে সাম্পাওলি। তখন চুক্তির মেয়াদ ছিল ৫ বছরের। সেভিয়া অবশ্য তাকে ছাড়তে চায়নি শুরুতে। পরে সাম্পাওলিই সেভিয়ার দায়িত্ব ছেড়ে দিয়ে নিয়েছিলেন জাতীয় দলের দায়িত্ব। এরপর বাছাইপর্বেও তার অধীনে ধুঁকেছে দল। শেষ ম্যাচ জিতে বিশ্বকাপে এসেছিল আর্জেন্টিনা। সেখানেও সুবিধা করতে পারেনি। ৪ ম্যাচে মাত্র একটিতে জিতেছিল আর্জেন্টিনা। ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই শেষ হয়েছে ২০১৪ বিশ্বকাপের ফাইনালিস্টদের যাত্রা। এরপর সাম্পাওলিকে চাকরি থেকে ছাঁটাই করার সিদ্ধান্ততা ছিল অনুমিতই।