• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    ইউরোর ফাইনালের ভুল এবার হবে না: লরিস

    ইউরোর ফাইনালের ভুল এবার হবে না: লরিস    

    সেবারের ফাইনালে ফেভারিট ছিলেন তারাই। ২০১৬ ইউরোর ফাইনালে অনেকটা অপ্রত্যাশিতভাবেই ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতে নেয় পর্তুগাল। দুই বছর পর আবারও ফাইনালে ফ্রান্স, এবার মঞ্চটা বিশ্বকাপের। ফ্রান্স অধিনায়ক হুগো লরিস আশাবাদী, পর্তুগালের বিপক্ষে ফাইনালের ভুল ক্রোয়েশিয়ার বিপক্ষে পুনরাবৃত্তি হবে না।

    এই বিশ্বকাপে এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি ফ্রান্স। দ্বিতীয় রাউন্ডে বিদায় করেছে মেসির আর্জেন্টিনাকে। কোয়ার্টারে উরুগুয়েও পাত্তা পায়নি তাদের কাছে। ব্রাজিলকে বিদায় করে দেওয়া বেলজিয়ামকে সেমিফাইনালে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে ফ্রান্স।

    ইউরোর ফাইনালে ফ্রান্স খানিকটা অপরিপক্ক ছিল বলেই হারতে হয়েছিল, মানছেন লরিস, ‘আমার মনে হয় না আগের ফাইনালের মতো কিছু হবে। ওই টুর্নামেন্ট অনেকের কাছেই নতুন অভিজ্ঞতা ছিল। সেবার জার্মানিকে হারানোর পর শিরোপা জয়ের ব্যাপারে আশা অনেক বেড়ে গিয়েছিল সবখানেই, সেটার চাপও ছিল। এবার কিন্তু বেলজিয়ামকে হারিয়ে ফাইনালে ওঠার পর তেমনটা লক্ষ্য করছি না। এখনো আমরা কিছুই জিতিনি। ফাইনালে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে কিছু অর্জন করতে হলে।’

     

     

    দুই বছর আগের সেই হারের হতাশা এখনও পিছু ছাড়েনি ফ্রান্সের, বলছেন লরিস, ‘এই দলের অনেকেই সেদিন ছিল না। যারা সেই ফাইনালে খেলেছে, তাদের কাছে সেই স্মৃতিটা খুবই কষ্টের। বিশ্বকাপে সেই একই হতাশা পেতে চাই না। সত্যি বলতে এবারের ফাইনাল খেলব সেটা কখনোই ভাবিনি। ইউরোর দুঃখ ঘুচানোর একটা সুযোগ এসেছে, সেটাকে কাজে লাগাতে চাই।’

     

    ফ্রান্সের দুঃখ ঘুচানোর পথে কি বাধা হয়ে দাঁড়াবে ক্রোয়েশিয়া? নাকি ২০ বছর পর ফ্রান্সের হয়ে ট্রফি উঁচিয়ে ধরবেন লরিস, জানা যাবে আজ রাতেই।