"ফ্রান্সের আফ্রিকান ফুটবলাররা নিজেদের শিকড় নিয়ে গর্বিত"
যুগে যুগে আফ্রিকা থেকে ফ্রান্সে এসেছিলেন তাদের পূর্বসূরিরা। ফ্রান্সের আফ্রিকান বংশোদ্ভূত ফুটবলাররা অনেক আগে থেকেই মাতিয়ে রেখেছেন জাতীয় দল। রাশিয়া বিশকাপেও এর ব্যতিক্রম হয়নি। কোচ দিদিয়ের দেশম বলছেন, আফ্রিকান বংশোদ্ভূত ফুটবলাররা ফাইনালে নিজেদের শিকড়কে বিশ্বের সামনে তুলে ধরতে গর্ববোধ করবে।
রাশিয়া বিশ্বকাপে ফ্রান্স স্কোয়াডের ২৩ জনের মাঝে ১৪ জনই আফ্রিকান বংশোদ্ভূত ফুটবলার। পল পগবা, কিলিয়ান এমবাপ্পে, স্যামুয়েল উমতিতিদের দারুণ পারফরম্যান্সের সুবাদেই তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে ফ্রান্স।
ফ্রান্সের সাথে মস্কোর ফাইনালে থাকবে আফ্রিকাও, মানছেন দেশম, ‘অনেক আগে থেকেই ফ্রান্সে আফ্রিকান বংশোদ্ভূত ফুটবলাররা খেলছেন। শুধু ফুটবল নয়, অন্য সব খেলাতেও তারা ফ্রান্সের প্রতিনিধিত্ব করছেন। তারা মনে প্রাণে ফরাসি, ফরাসি হিসেবে তারা গর্বও করে। তবে তাদের শৈশব, বন্ধু, পরিবার সবাই তো আফ্রিকান। তাই মনের টান তো অবশ্যই থাকবে। আফ্রিকার মানুষরাও হয়ত গর্ব বোধ করবে তাদের ফাইনালে খেলতে দেখে।’
ফাইনালে ফ্রান্সকে জিতিয়ে আফ্রিকাকেও গর্বিত করবেন পগবা-এমবাপ্পেরা, এমন আশাতেই বুক বেধে আছে পুরো ফ্রান্স।