• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    এমবাপ্পে এভাবে খেললে আমাকে আবার মাঠে নামতে হবে: পেলে

    এমবাপ্পে এভাবে খেললে আমাকে আবার মাঠে নামতে হবে: পেলে    

    পেলের কীর্তি ছোঁয়ার হাতছানি ছিল ফাইনালের আগেই। ক্রোয়েশিয়ার বিপক্ষে ফাইনালে ফ্রান্সের ইলিয়ান এমবাপ্পে গোল করেছেন, স্পর্শ করেছেন বিশ্বকাপের সোনালি ট্রফিটাও। তরুণ পেলের সাথে এমবাপ্পের তুলনাটা তাই ভালোমতোই হচ্ছে। এমবাপ্পের দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ খোদ পেলেও। ফ্রান্সের বিশ্বকাপ জয়ের পর খানিকটা মজা করেই বলেছেন, এমবাপ্পে এভাবে খেলতে থাকলে তাঁকেই আবার মাঠে নামতে হবে!

    ১৯৫৮ বিশ্বকাপে মাত্র ১৭ বছর বয়সে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন পেলে। বিশ্বসেরা হওয়ার পথে সেটাই ছিল প্রথম ধাপ। পেলের মতো এমবাপ্পেও খুব কম বয়সেই খেলতে এসেছেন প্রথম বিশ্বকাপ, ১৯ বছর বয়সী এমবাপ্পে রাশিয়া বিশ্বকাপে নিজের জাত চিনিয়েছেন ৪ গোল করে। পেলের পর সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে কাল ফাইনালে গোলও করেছেন।

     

     

    এমবাপ্পে তাকে ছোঁয়ায় দারুণ খুশি পেলে, ‘এমবাপ্পে যদি এভাবে আমার রেকর্ড ছুঁতে থাকে, তাহলে তো আমাকে আবার মাঠে নামতে হবে!’

     

     

    তিন বিশ্বকাপ জিতে অমরত্ব পেয়েছেন পেলে। শুরুটা হয়েছিল ১৭ বছর বয়সে বিশ্বকাপ জিতেই। শুরুটা পেলের মতো হয়েছে, এমবাপ্পে কি পারবেন ক্যারিয়ারের পরবর্তী সময়ে পেলের পাশে নিজেকে বসাতে?