দেউলিয়া হওয়ার ভয়েই রোনালদোকে কিনতে চায়নি নাপোলি!
ছবি-গোল ডটকম
সব গুঞ্জনের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত জুভেন্টাসেই গেছেন তিনি। তবে ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে যেতে পারতেন অন্য একটি ইতালিয়ান ক্লাবেও। নাপোলি প্রেসিডেন্ট ওরেলিও লরেন্টিস বলছেন, দেউলিয়া হওয়ার ভয়েই নাকি রোনালদোকে নাপোলিতে আনতে চাননি তারা!
১১৭ মিলিয়ন ইউরোতে রিয়াল ছেড়ে জুভেন্টাসে এসেছেন রোনালদো। তবে শুধু জুভেন্টাসই তাকে দলে ভেড়ানোর জন্য আগ্রহী ছিল না, সেটাই জানালেন লরেন্টিস, ‘রোনালদোকে নাপোলিতে আসার কথাও ভেবেছিলেন। তার এজেন্ট মেন্ডেস আমাকে ফোন দিয়েছিলেন। আমরাও তো তাকে নেওয়ার জন্য রাজি ছিলাম। সবকিছু মিলিয়ে তাকে আনার জন্য কত টাকা লাগবে সেটাও হিসাব করেছিলাম।’
তাহলে কেনও রোনালদোকে দলে ভেড়ায়নি নাপোলি? রোনালদোকে কিনতে গেলে দেউলিয়া হয়ে যেতে পারত নাপোলি, বলছেন লরেন্টিস, ‘সব মিলিয়ে রোনালদোকে নাপোলিতে আনতে ৩৫০ মিলিয়ন লাগতো। এটা আসলে আমাদের সামর্থ্যের বাইরে। এত টাকা দিয়ে যদি তাকে আনতাম, তাহলে আমাদের দেউলিয়াও হয়ে যাওয়ারও শঙ্কা ছিল!’
কয়েক ঘণ্টার মাঝেই আনুষ্ঠানিকভাবে জুভেন্টাসের জার্সি গায়ে তুরিনের সমর্থকদের সামনে দাঁড়াবেন রোনালদো।