• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    দেশমের সংবাদ সম্মেলনে পগবাদের হানা

    দেশমের সংবাদ সম্মেলনে পগবাদের হানা    

    ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে এসেছিলেন তিনি। চোখেমুখে তখন উদযাপনের আনন্দের সাথে ক্লান্তিও মিশে আছে। সাংবাদিকরা দিদিয়ের দেশমকে প্রশ্ন শুরু করবেন, এরকম অবস্থায় হুট করেই রুমের বাইরে শোনা গেলো হইহুল্লোর। দরজা দিয়ে একে একে রুমে ঢুকলেন এমবাপ্পে-পগবারা। শ্যাম্পেইনে রীতিমত কাকভেজা করা হলো দেশমকে। স্টেজের ওপর নেচে গেয়ে বেশ কিছুক্ষণ উদযাপনও করলেন সবাই। দেশমের অনুরোধে এরপর সবাই চলে গেলেন ড্রেসিংরুমে।  

    ২০ বছর আগেই পেয়েছিলেন এই স্বাদটা। সেবার মাঠে থাকলেও এবার ডাগআউটে বসেই ফ্রান্সকে বিশ্বকাপ এনে দিয়েছেন দেশম। ক্রোয়েশিয়াকে হারিয়ে ফ্রান্সের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পর সংবাদ সম্মেলনে এসে ফুটবলারদের এমন পাগলামিতে দেশম বলেছেন, একজন ফুটবলারের জীবনে বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখার চেয়ে বড় আর কিছুই নেই। এজন্যই এরকম উদযাপনে মেতেছেন সবাই।

     

     

    দলের বিশ্বকাপ জয়ে যারপরনাই খুশি দেশম, ‘একজন পেশাদার ফুটবলারের জীবনে এই মুহূর্তের চেয়ে বড় কিছুই নেই। তারা হয়ত ভবিষ্যতে অন্য অনেক ট্রফি জিতবে, আমি কোনো ট্রফিকেও ছোট  করতে চাই না। কিন্তু আপনি ফুটবলার হিসেবে বিশ্বকাপের চেয়ে বিশেষ কিছু জিততে পারবেন না।’

    দেশমের সাথে ফুটবলারদের শ্যাম্পেইনে ভিজেছেন উপস্থিত সাংবাদিকরাও। তবে এতে হয়ত কেউই খুব একটা রাগ করেননি!