• বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর
  • " />

     

    'এ' দলে ডাক পেলেন ফজলে, নাইম শেখ

    'এ' দলে ডাক পেলেন ফজলে, নাইম শেখ    


    শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের আন-অফিশিয়াল ওয়ানডে সিরিজে বাংলাদেশ ‘এ’ দলে ডাক পেয়েছেন ফজলে মাহমুদ রাব্বি ও মোহাম্মদ নাইম শেখ। প্রিমিয়ার লিগের শেষ আসরে লিজেন্ডস অব রুপগঞ্জের হয়ে খেলেছেন বাঁহাতি ব্যাটসম্যান ১৯ বছর বয়সী নাইম। আর ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ রাব্বি এই প্রথম ডাক পেলেন ‘এ’ দলে। ২০১০ সালে জিম্বাবুইয়ানদের বিপক্ষে বাংলাদেশ একাদশের হয়ে একটি ম্যাচই রাব্বির এখন পর্যন্ত আন্তর্জাতিক অভিজ্ঞতা।  ডাক পেয়েছেন প্রিমিয়ার লিগে খেলাঘরের হয়ে খেলা বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। 

     

     

    সিলেটে হবে এই তিনটি আন-অফিশিয়াল ওয়ানডে, ১৭ জুলাই প্রথম ম্যাচ। পরের দুইটি ম্যাচ ১৯ ও ২২ জুলাই। 

    শ্রীলঙ্কা ‘এ’ দলের নেতৃত্ব দেবেন থিসারা পেরেরা, আছেন উপুল থারাঙ্গা, লাহিরু থিরিমান্নেরাও। এর আগে তিন ম্যাচের আন-অফিশিয়াল টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে বাংলাদেশ ‘এ’ দল। 

    প্রথম দুই ওয়ানডে বাংলাদেশ ‘এ’ স্কোয়াড 
    সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, খালেদ আহমেদ, নাঈম হাসান, শরিফুল ইসলাম, আল-আমিন, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বি, সাইফ হাসান, মিজানুর রহমান, আরিফুল হক, তানভির ইসলাম, এবাদত হোসেন, মোহাম্মদ নাইম শেখ 

    শ্রীলঙ্কা ‘এ’ স্কোয়াড 
    থিসারা পেরেরা (অধিনায়ক) , উপুল থারাঙ্গা, দাশুন শনাকা, লাহিরু থিরিমান্নে, শিহান জয়াসুরিয়া, আশান প্রিয়াঞ্জন, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, শাম্মু আশান, মিনোদ ভানুকা, মালিন্দা পুস্পকুমারা, নিশান পেরিস, শিহান মাদুশাঙ্কা, আসিথা ফার্নান্ডো, আইসুরু উদানা