• বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর
  • " />

     

    অনূর্ধ্ব ১৯ দলের নতুন কোচ নাওয়াজ

    অনূর্ধ্ব ১৯ দলের নতুন কোচ নাওয়াজ    

    বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের কোচের দায়িত্ব নিয়েছেন শ্রীলঙ্কার কোচ নাভিদ নাওয়াজ। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ সামনে রেখে নাভিদকে দেওয়া হয়েছে এই দায়িত্ব।

     

     

    ২০১৭ সালের মে থেকে অনূর্ধ্ব ১৯ দলের কোচ ছিলেন ডেমিয়েন রাইট। এবার তাঁর জায়গায় এলেন নাওয়াজ। ৪৪ বছর বয়সী এই শ্রীলঙ্কান দেশের হয়ে একটি টেস্ট ও একটি ওয়ানডে খেলেছেন। সেই একটি টেস্ট বাংলাদেশের বিপক্ষে, সেই ২০০২ সালে। কোচ হিসেবে কাজ করছেন অনেক দিন থেকেই। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত শ্রীলঙ্কার অনূর্ধ্ব ১৯ দলের কোচ হিসেবে কাজ করেছিলেন। ২০১৪-১৫ সালে শ্রীলঙ্কা ইমার্জিং দলের স্কোয়াডেও কাজ করেছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার হাই পারফরম্যান্স (লেভেল থ্রি) কোচও নাওয়াজ। এর মধ্যেই খুলনায় অনূর্ধ্ব ১৯ দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি, সেখানে হাই পারফরম্যান্স দলের সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলবে অনূর্ধ্ব ১৯ দল।