আর্সেনালে ২২ বছর কাটানো ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: ওয়েঙ্গার
দীর্ঘ ২২ বছর পর আর্সেনালের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। এই লম্বা সময়ে আর্সেন ওয়েঙ্গারের সাফল্যও কম নয়। তবে ক্লাব ছাড়ার কয়েক মাসের মাথায়ই ওয়েঙ্গার বললেন, আর্সেনালে ২২ বছর কাটানোই নাকি তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল!
১৯৯৬ সালে কোচের দায়িত্ব নিয়েছিলেন ওয়েঙ্গার। শেষের দিকে এসে সমর্থকদের রোষানলে পরেছিলেন ভালোমতোই। 'ওয়েঙ্গার আউট' স্লোগানে মুখরিত ছিল আর্সেনালের প্রায় সব ম্যাচ। টানা ২২ বছর একই ক্লাবের দায়িত্বে থাকা উচিত হয়নি বলেই মনে করেন ওয়েঙ্গার, ‘হয়ত একই ক্লাবে ২২ বছর কাটানো ছিল কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল। আমি নতুনত্ব পছন্দ করি, নতুন চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। এতগুলো বছরে সেই নতুন চ্যালেঞ্জ নিতে পারিনি আর্সেনালে থাকার কারণে।’
আর্সেনালের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছেন, সেটাও অকপটে স্বীকার করলেন ওয়েঙ্গার, ‘অনেক কিছু ত্যাগ করেছি এই ২২ বছরে। সবকিছুর জন্য আফসোস হয়। আমার পরিবার, আশেপাশের মানুষকে অবহেলা করেছি। মাঝে মাঝে নিজেকে অনেক বেশি স্বার্থপর মনে হতো, যে কিনা নিজের কাজকে একটু বেশিই ভালোবাসে।’
আর্সেনাল পর্ব তো শেষ, এবার কোথায় যাবেন? পিএসজিসহ অনেক ক্লাবের কোচ হতে পারেন ওয়েঙ্গার, এমন গুঞ্জন শোনা গেলেও নিজের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিতভাবে কিছুই বলছেন না তিনি, ‘এখনও ভাবিনি কিছু। নিজেকে বারবার প্রশ্ন করি, আমি কী করেছি, কী করছি আর সামনে কী করবো। আগামী ২-৩ মাসের মাঝেই এর উত্তর খুঁজতে হবে।’
শেষ পর্যন্ত ওয়েঙ্গারকে দেখা যাবে কোন ডাগআউটে, সেটা সময়ই বলে দেবে।