জুভেন্টাসে আসছেন জিদানও?
রিয়াল মাদ্রিদে ক্রিশ্চিয়ানো রোনালদোকে সাথে নিয়ে জিতেছেন হ্যাটট্রিক চ্যাম্পিয়ন লিগ ট্রফি। হ্যাটট্রিক শিরোপা জয়ের পরপরই রিয়ালকে বিদায় বলেছিলেন জিনেদিন জিদান, রোনালদোও রিয়াল ছেড়ে এসেছেন জুভেন্টাসে। গুঞ্জন উঠছে, আবারও দেখা যাবে রোনালদো-জিদান জুটি, জুভেন্টাসের স্পোর্টিং ডিরেক্টর হিসেবেই নাকি যোগ দিচ্ছেন জিদান!
দুই পক্ষের মাঝে সম্পর্কটা বেশ পুরনোই। ২০০১ সালে রিয়ালে আসার আগে ৫ মৌসুম জুভেন্টাসের হয়ে খেলেছেন জিদান। তখনকার রেকর্ড দলবদল ফিতে জুভেন্টাস ছেড়ে রিয়ালে যান তিনি। স্প্যানিশ মিডিয়া বলছে, রিয়ালের কোচের পদ ছাড়ার পর থেকেই জিজুর সাথে কথাবার্তা চালাচ্ছে জুভেন্টাস। কোচ হিসেবে না আনলেও তাকে ক্লাবের পরিচালনা পরিষদে দেখতে চাইছেন ক্লাবের মালিকরা।
৪৬ বয়সী জিদান এই মৌসুমের শুরুতেই জুভেন্টাসে আসতে পারেন। জুভেন্টাসের বর্তমান স্পোর্টিং ডিরেক্টর ফ্যাবিও প্যারাটিসির সাথেই কাজ করতে দেখা যাবে তাকে। এদিকে জুভেন্টাসে নিজের প্রথম মৌসুম খেলার অপেক্ষায় থাকা রোনালদোর সাথেও সেই জুটিটা নতুন করে বাঁধতে পারবেন জিদান।
জুভেন্টাসের হয়ে ৫ বছরে ২টি সিরি আ, একটি সুপার কাপ, একটি ইতালিয়ান কাপ জিতেছিলেন জিদান। জুভেন্টাসের নতুন দায়িত্বে নিয়েও কি রোনালদোর সাথে জিতবেন আরও অনেক কিছু?