• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    বিশ্বরেকর্ড গড়েই লিভারপুলে অ্যালিসন?

    বিশ্বরেকর্ড গড়েই লিভারপুলে অ্যালিসন?    

    এলিসনের জন্য লিভারপুল রোমাকে বিশাল একটা প্রস্তাব দিয়েছে, সেটা কালকের খবর। আজ স্কাই, বিবিসি, ইএসপিএন বলছে, লিভারপুলের প্রস্তাবে এর মধ্যেই সায় দিয়েছে রোমা। এখন বেতনভাতা নিয়ে কথাবার্তা পাকা হলেই লিভারপুলের হয়ে যাবেন এলিসন বেকার। আর সেটা হলে ৬৬ মিলিয়ন পাউন্ডে গোলরক্ষকদের দলবদলের বিশ্বরেকর্ডই গড়তে যাচ্ছেন এলিসন।

    বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল, এলিসনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে লিভারপুল। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ক্যারিয়াসের ওই ভুলের পরেই নতুন একজন গোলরক্ষকের জন্য চাপ আসতে থাকে ইয়ুর্গেন ক্লপের ওপর। ক্লপ অবশ্য বলেছিলেন, ক্যারিয়াসের ওপর তাঁর আস্থা আছে। কিন্তু কয়েক দিন আগেই প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে ক্যারিয়াসের ভুলে আবারও গোল খায় লিভারপুল।

     

     

    রোমার হয়ে গত দুই বছর দুর্দান্ত খেলছেন অ্যালিসন, এই মুহূর্তে তাঁকে মনে করা হচ্ছে বিশ্বের সেরা গোলরক্ষকদের একজন। ব্রাজিলের হয়েও বিশ্বকাপে খেলেছেন সব ম্যাচেই, তিন ম্যাচে কোনো গোল খাননি। দলবদলটা হয়ে গেলেন জিয়ানলুইজি বুফনের রেকর্ড ভেঙে এলিসন হবেন বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক। এই মুহূর্তে প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি গোলরক্ষক এলিসনেরই স্বদেশী এডারসন, বেনফিকা থেকে আনতে তাঁর জন্য ৩৪.৭ মিলিয়ন পাউন্ড খরচ করেছিল ম্যানচেস্টার সিটি।