"ম্যানচেস্টার ইউনাইটেডে সমালোচনার জবাব দিয়েছে পগবা"
ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতে পল পগবা সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন, বলছেন তার সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ ইব্রাহিমোভিচ। ২০১৬ সালে জুভেন্টাস থেকে ফেরার পর থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে পারফরম্যান্সটা উঠানামা করছিল পগবার, সমালোচনাও শুনতে হয়েছিল তাই। তবে রাশিয়ায় ফ্রান্সের হয়ে তার সাফল্য সবকিছুর জবাব হয়ে এসেছে বলেই দাবি ইব্রাহিমোভিচের। ফাইনালে ক্রোয়েশিয়ার সঙ্গে ৪-২ গোলে জেতা ম্যাচে গুরুত্বপূর্ণ গোলও করেছেন পগবা।
“আমি তার সঙ্গে দুই বছর খেলেছি। লোকে তাদের মত জানাতে পছন্দ করে, সেই অধিকার তাদের আছেও। তারা বিচার করে অনেককিছু, তবে ফল অনেকসময় অনেককিছু বলে দেয়”, সবচেয়ে বড় মঞ্চেই নিজেকে প্রমাণ করেছেন পগবা, ইব্রা বলছেন এমনই।
“আপনার সবসময় মুখে জবাব দেওয়ার প্রয়োজন নেই। আপনি পা দিয়ে জবাব দিতে পারেন, আপনি যে কাজটা ভাল পারেন, সেটা দিয়েই জবাব দিতে পারেন। এভাবেই এসব হওয়া উচিত, আমি এভাবেই এসব করতে পছন্দ করি।
“সে তরুণ। বিশ্বকাপ জিতেছে, চ্যাম্পিয়নস লিগ ফাইনালে খেলেছে (জুভেন্টাসের হয়েচ), ইউরোপা লিগের ফাইনাল খেলেছে (ইউনাইটেডের হয়ে), ইউরোর ফাইনালে খেলেছে (ফ্রান্সের হয়ে), আর জুভেন্টাসের হয়ে অনেক শিরোপাও জিতেছে।
“এরপরও আর কিছু বলার আছে? শুধু খেলাটা উপভোগ করতে হয়। আমি জানি, সে আরও দারুণ হয়ে উঠবে।”