• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    বিশ্বরেকর্ড গড়ে লিভারপুলে অ্যালিসন

    বিশ্বরেকর্ড গড়ে লিভারপুলে অ্যালিসন    

    সবকিছু প্রায় আগে থেকেই নিশ্চিত ছিল, শুক্রবার আসলো কেবল আনুষ্ঠানিক ঘোষণাটা। গোলরক্ষকদের দলবদলের বিশ্বরেকর্ড গড়ে রোমা থেকে অ্যালিসন বেকারকে কিনেছে লিভারপুল। ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান গোলরক্ষককে কিনতে কপদের খরচ হয়েছে ৬২.৫ মিলিয়ন ইউরো। এর আগে সবচেয়ে দামী গোলরক্ষক ছিলেন ম্যানচেস্টার সিটির আরেক ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন মোরায়েস।

    ২০১৬ সালে ইন্টারন্যাসিওনাল থেকে ৮ মিলিয়ন ইউরোতে রোমায় এসেছিলেন অ্যালিসন। প্রথম মৌসুমে রোমার নিয়মিত গোলরক্ষকও ছিলেন না। তবে শেষ মৌসুমে খেলেছেন দারুণ। আর লিভারপুলের গোলরক্ষক সমস্যা তো অনেকদিন ধরেই, সিমিয়ন মিনিয়লেত লরিস ক্যারিয়াস কেউই জায়গা পাকা করতে পারেননি। ক্যারিয়াসের দুইতই ভুল তো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিভারপুলকে ছিটকেই দিয়েছিল। বিশ্বরেকর্ড গড়ে হলেও গোলরক্ষকের সমস্যাটা দূর করার পথেই এগিয়েছে লিভারপুল।