মুশফিক-লিটনের ফিফটি, মোসাদ্দেকের চার উইকেট
ইউডব্লিউআই ভাইস চ্যান্সেলর একাদশ ২২৭/৯, ৫০ ওভার (ওটলি ৫৮, হজ ৪৪, মোসাদ্দেক ৪/১৪, নাজমুল ৩/৪০)
বাংলাদেশ ২৩০/৬, ৪৩.৩ ওভার (মুশফিকুর ৭৫*, লিটন ৭০, পাওয়েল ৩/৩২)
বাংলাদেশ ৪ উইকেটে জয়ী
ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ মোসাদ্দেকের ১৪ রানে ৪ উইকেট নেওয়ার দিনে রান পেয়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। ইউডব্লিউআই ভাইস চ্যান্সেলর একাদশকে সহজেই হারিয়েছে বাংলাদেশ। খেলেননি মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবালরা, অধিনায়কত্ব করেছেন মাহমুদউল্লাহ।
টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন মাহমুদউল্লাহ। ২৯ রান করে মোসাদ্দেকের বলে বোল্ড হয়েছেন ক্রিস গেইল। এরপরের তিনটি উইকেটও মোসাদ্দেকেরই, নিকোলাস কারটন দিয়েছেন ক্যাচ, আমির জাঙ্গু হয়েছেন এলবিডব্লিউ, রোভমান পাওয়েলও ক্যাচ দিয়েছেন। ১০ ওভারে ১৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এই অফস্পিনার। গেইল ও জাঙ্গুর পর কাভেম হজ ও ইয়ানিক ওটলির জুটিও পেরিয়েছে পঞ্চাশ, এ জুটিতে এসেছে ৯১ রান। ২২৭ রানেই থেমেছে চ্যান্সেলরস একাদশ, ৪০ রানে ৩ উইকেট নিয়েছেন নাজমুল হোসেন। আর আন্দ্রে রাসেলের উইকেট নিয়েছেন মুস্তাফিজুর।
শূন্য রানেই ফিরেছিলেন ওপেনার এনামুল হক বিজয়, তার সঙ্গে নেমেছিলেন নাজমুল হোসেন শান্ত। ৪৩ রান করে পাওয়েলের বলে ক্যাচ দিয়েছেন শান্ত। সাব্বির ও মোসাদ্দেক ফিরেছেন দ্রুতই, এর আগে চোট পেয়ে উঠে যাওয়া লিটন নেমেছেন এরপর আবার। হজের বলে ক্যাচ দেওয়ার আগে করেছেন ৭০ রান, আর ৭৫ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম।
বাংলাদেশ একাদশ
মাহমুদউল্লাহ, এনামুল হক, লিটন দাস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন, মেহেদি হাসান, আবু হায়দার, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম
ইউডব্লিউ চ্যান্সেলর একাদশ
ক্রিস গেইল, চ্যাডউইক ওয়ালটন, আন্দ্রে রাসেল, রোভমান পাওয়েল, ওশানে ওয়াল্টারস, কাভেম হজ, নিকোলাস কার্টন, ভিকাশ মোহান, জারলানি সিরলেস, ইয়ানিক ওটলি, আমির জাঙ্গু