বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং উপদেষ্টা ম্যাকেঞ্জি
বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক দক্ষিণ আফ্রিকান ওপেনার নিল ম্যাকেঞ্জিকে।
৪২ বছর বয়সী ম্যাকেঞ্জি জাতীয় দলের হয়ে কাজ করবেন ২০১৯ সালে ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপ পর্যন্ত। ওয়েস্ট ইন্ডিজ সফরেই গায়ানায় ২৪ জুলাই জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তার।
থিলান সামারাবিরা যাওয়ার পর প্রায় বছরখানেক ধরেই শূন্য ছিল জাতীয় দলের কোচিং প্যানেলের এই পদ। সামারাবিরা যাওয়ার পর বিসিবির হাই পারফরম্যান্স দলের হেড কোচ সাইমল হেলমোট খন্ডকালীন দায়িত্ব পালন করেছিলেন ব্যাটিং কোচের।
বিসিবির উপদেষ্টা হিসেবে গ্যারি কারস্টেন যোগ দেওয়ার পর কোচিং প্যানেলে এটি তৃতীয় নিয়োগ। এর আগে হেড কোচ হিসেবে স্টিভ রোডস ও ফিল্ডিং উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রায়ান কুককে।
ক্যারিয়ারে দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৮টি টেস্ট, ৬৪টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলেছিলেন ম্যাকেঞ্জি। ২০০৯ সালে জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর দুই দফায় কাজ করেছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং উপদেষ্টা হিসেবে।