• বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর
  • " />

     

    'এ' দলের ওয়ানডে অধিনায়ক মুমিনুল

    'এ' দলের ওয়ানডে অধিনায়ক মুমিনুল    

    সময়টা ভালো যাচ্ছে না একদমই। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ কেটেছে দুঃস্বপ্নের মতো, চার ইনিংসে একবার মাত্র ছুঁতে পেরেছেন দুই অঙ্ক। তবে নিজেকে প্রমাণ করার রেকটা উপলক্ষ পাচ্ছেন মুমিনুল হক, এবার অবশ্য সীমিত ওভারের ক্রিকেটে। আয়ারল্যান্ডের বিপক্ষে এ দলের ওয়ানডে সিরিজে অধিনায়ক হিসেবে যাচ্ছেন মুমিনুল, আর টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক হিসেবে থাকছেন সৌম্য সরকার।

    সর্বশেষ ২০১৫ সালে জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছিলেন মুমিনুল। গত বছর দক্ষিণ আফ্রিকা সিরিজে ডাক পেয়েছিলেন দলে, কিন্তু খেলা হয়নি। তাঁকে ওয়ানডেতে সুযোগ দিতে চান, এমন কথা আগেও বলেছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। সেই ধারাবাহিকতায় এবার মুমিনুলকে সুযোগ দেওয়া হলো এ দলে।

    মাত্রই শ্রীলঙ্কার বিপক্ষে লম্বা সিরিজ শেষ করেছে বাংলাদেশ এ। তবে দম ফেলার ফুরসত নেই, ২৮ জুলাই বাংলাদেশ উড়াল দিচ্ছে ডাবলিনে। সেখানে আয়ারল্যান্ড এ দলের সঙ্গে শুরুতে পাঁচটি ওয়ানডে খেলবে। ১০ আগস্ট ওয়ানডে সিরিজ শেষের পর তিনটি টি-টোয়েন্টিও খেলবে।

    মুমিনুল-সৌম্য ছাড়াও এ দলে আছেন জাতীয় দলে ঢোকার অপেক্ষায় থাকা বেশ কিছু ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ থেকে টেস্ট খেলে ফেরা নুরুল হাসান আছেন।  দলে আছেন চোট কাটিয়ে ওঠা পেসার তাসকিন আহমেদও। নাজমুল হাসান শান্ত, সাইফ হাসান, আফিফ হোসেনরাও আছেন দলে।

    বাংলাদেশ দল:

    মুমিনুল হক (অধিনায়ক, ওয়ানডে সিরিজ), সৌম্য সরকার (অধিনায়ক টি-টোয়েন্টি সিরিজ, সহ অধিনায়ক ওয়ানডে সিরিজ), নাজমুল হোসেন শান্ত, ফজলে মাহমুদ রাব্বি, আফিফ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, জাকির হাসান, নাঈম হাসান, সানজামুল ইসলাম, কাজী নুরুল হাসান, সাইফ উদ্দিন, মিজানুর রহমান, সাইফ হাসান, তাসকিন আহমেদ।