• বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর
  • " />

     

    '২৫ ওভার পর্যন্ত ব্যাট করতে খুবই কষ্ট হয়েছে'

    '২৫ ওভার পর্যন্ত ব্যাট করতে খুবই কষ্ট হয়েছে'    

    সেঞ্চুরি তো অনেক করেছেন, ম্যাচ জেতানো ইনিংসও খেলেছেন অনেক। তবে কাল গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে সেঞ্চুরি করেছেন, সেটা সম্ভবত তাঁর সবচেয়ে কষ্টসাধ্য। ম্যাচ শেষে তামিম ইকবাল নিজেও জানিয়েছেন, এই ইনিংসের জন্য অনেক বেশি কষ্ট করতে হয়েছে। প্রথম ২৫ ওভার পর্যন্ত ব্যাট করাও বেশ কঠিন ছিল।

    এই ইনিংসটা তামিমের জন্য আলাদা হয়ে থাকবে অনেক কারণেই। ১৩০ রানের ইনিংসে প্রথম থেকে শেষ ওভার পর্যন্ত ব্যাট করেছেন প্রথম বার। কিন্তু আর কোনো সেঞ্চুরি নিয়ে এতো সমালোচনাও বোধ হয় হয়নি। ১৪৬ বলে সেঞ্চুরি করেছেন, বাংলাদেশের হয়ে অনায়াসেই যা সবচেয়ে স্লথতম। তবে শেষ ওভারে দুই ছয়ে তামিম স্ট্রাইক রেট নিয়ে গেছেন ৮০র ওপরে। তার পরও তামিম-সাকিব বড় শট খেলতে দেরি করে ফেলেছেন কি না, এমন প্রশ্ন উঠেছিল। ম্যাচের পর তামিম বললেন, ব্যাট করা কঠিন ছিল বলে তারা কোনো ঝুঁকি নিতে চাননি।

     ‘যে কোনো ইনিংসে জয় পেলে সেটা অবশ্যই স্পেশাল। স্পেশালি  আজকে যখন আমরা ব্যাটিংয়ে নামি, তখন আমাদের অনেক বেশি কষ্ট করতে হয়েছে। আমার কাছে মনে হয়েছে, ২৫ ওভার পর্যন্ত খুব কঠিন ছিল। বল স্পিন করছিল, পেসাররাও সুবিধা পাচ্ছিল। আমাদের প্ল্যান ছিল যতক্ষণ পারি খেলে যাওয়ার। স্কোরকার্ড নিয়ে না ভেবে ইনিংসটা যতটা লম্বা করতে পারি। আমাদের মাথায় একটা লক্ষ্য ছিল, শেষ পর্যন্ত সেটা আমরা অর্জন করতে পেরেছি। মুশফিকের ক্যামিওতে তার চেয়ে আসলে ১০ বা ২০ রান বেশিই পেয়েছি।’

    এ নিয়ে ১৩ বার বাংলাদেশের হয়ে ম্যাচসেরা হলেন তামিম। তবে নিজের চেয়ে সতীর্থদের কথাই বললেন বেশি করে, ‘মুশফিকের ইনিংস ছিল আসলেই স্পেশাল, সাকিবও দারুণ ব্যাট করেছে। আমিও বেশ কষ্ট করেছি। আর মাশরাফি ভাই দারুণ বল করেছে। এই উইকেটে যে অভিজ্ঞতা দরকার ছিল, সেটাই করেছেন। অধিনায়কত্ব ছিল স্পট অন, যখন যেটা বল করা দরকার তখন সেটাই করেছেন। আমি বলব, পুরোটাই একটা টিম এফোর্ট ছিল।’