ফিফার বর্ষসেরা কোচের তালিকায় বিশ্বকাপের পাঁচজন
বিশ্বকাপ শেষ হয়েছে মাত্রই। ফিফার এই বছরের বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় তাই বিশ্বকাপ কোচদের জয়জয়কার। জাতীয় দলের পাঁচজন কোচ জায়গা পেয়েছেন, আর বাকি ছয়জন ক্লাব দলের। জিনেদিন জিদান, এরনেস্তো ভালভের্দেরা আছেন এই তালিকায়। প্রিমিয়ার লিগ থেকে জায়গা পেয়েছেন পেপ গার্দিওলা ও ইয়ুর্গেন ক্লপ। তবে জায়গা হয়নি ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহোর।
এবারের বিশ্বকাপে যে চারটি দল সেমিফাইনাল খেলেছে, তাদের সব কোচ আছেন ১১ জনের সংক্ষিপ্ত তালিকায়। ফ্রান্সের দিদিয়ের দেশম, ক্রোয়েশিয়াম লাতকো দালিচ, বেলজিয়ামের রবার্তো মার্তিনেজ, ইংল্যান্ডের গ্যারেথ সাউথগেটরা আছেন। স্বাগতিক রাশিয়ার স্তানিস্লাভ চেরচেশভও আছেন।
রিয়ালের হয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ জয়ী জিদান স্বাভাবিকভাবেই আছেন। বার্সার লা লিগা জয়ী কোচ ভালভের্দে, অ্যাটলেটিকোর ইউরোপা লিগজয়ী ডিয়েগো সিমিওনেও আছেন। ম্যান সিটিকে প্রিমিয়ার লিগ জেতানো গার্দিওলার নাম আছে। জায়গা পেয়েছেন লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে নিয়ে যাওয়া ইয়ুর্গেন ক্লপও। আর ইংল্যান্ড ও স্পেনের বাইরে শুধু আছেন জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি।
গত বার এই পুরস্কার জিতেছিলেন জিনেদিন জিদান।