এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা-আফগানিস্তান
বরাবরই এশিয়া কাপ হয়ে আসছিল ওয়ানডে ফরম্যাটে। তবে গত আসরে সেটি বদলে যায়, টি-টোয়েন্টির সেই আসরে বাংলাদেশ ঘরের মাঠে ফাইনালে হেরে যায় ভারতের কাছে। তবে সামনের বছরের বিশ্বকাপের আগে এশিয়া কাপ আবার ফিরছে ওয়ানডেতে, এবার খেলা হবে দুবাই ও আবু ধাবিতে। ১৫ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশ মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কার।
বাংলাদেশ ও শ্রীলঙ্কাসহ আফগানিস্তানও পড়েছে গ্রুপ বি তে। বাংলাদেশের সঙ্গে আফগানদের খেলা পড়েছে আবু ধাবিতে। অন্য গ্রুপে ভারত, পাকিস্তানের সঙ্গে থাকবে বাছাইপর্ব পেরিয়ে আসা আরেকটি দল। হংকং, মালয়েশিয়া, ওমান, আমিরাত, সিঙ্গাপুর ও নেপালের কেউ খেলবে এবারের আসরে।
দুই গ্রুপ থেকে শীর্ষ চার দল খেলবে সুপার ফোরে। সেখানে প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হবে । সুপার ফোরের শীর্ষ দুই দল ২৮ সেপ্টেম্বর ফাইনাল খেলবে দুবাইতে।
বাংলাদেশের গ্রুপ পর্বের সূচি
১৫ সেপ্টেম্বর, শ্রীলঙ্কা, দুবাই
২০ সেপ্টেম্বর, আফগানিস্তান, আবু ধাবি