কবে শুরু কোন লিগ?
বিশ্বকাপের রেশটা এখনও থেকে যাওয়ার কথা আপনার। লিগ ফুটবল শুরু না হলে সেই রেশ খুব তাড়াতাড়ি কাটার সম্ভাবনাও কম। দলবদল তো শুরু হয়েছে আগেই, ফুরিয়ে আসছে প্রায় সময়। লিগও শুরু হতে দেরি নেই খুব বেশি আর। তবে এবার অবশ্য একটা জায়গায় কিছুটা বদল আছে, সেটা দলবদলের ডেডলাইনে। প্রিমিয়ার লিগ আর সিরি আতে এগিয়ে আনা হয়েছে দলবদলের শেষ সময়। সাধারণত আগস্ট মাসের শেষদিনে ইউরোপের শীর্ষ স্তরের লিগ গুলোর গ্রীষ্মকালীন দলবদলের মেয়াদ শেষ হয়। লা লিগা, বুন্দেসলিগা, লিগ ওয়ান ৩১ আগস্ট হলেও এবার প্রিমিয়ার লিগে দলবদলের শেষ সময় প্রিমিয়ার লিগ শুরুর আগের দিন। ৯ আগস্ট প্রিমিয়িয়ার লিগের ডেডলাইন ডে। আর সিরি আতে ১৭ আগস্ট।
ইউরোপের শীর্ষ ৫ লিগ কবে থেকে শুরু হচ্ছে?
প্রিমিয়ার লিগ : ১১ আগস্ট
লা লিগা : ১৯ আগস্ট
সিরি আ : ১৯ আগস্ট
বুন্দেসলিগা : ২৫ আগস্ট
লিগ ওয়ান : ১১ আগস্ট