খেলতে খেলতে উবার ডাকলেন গোলরক্ষক
অ্যাটলেটিকো প্যারানায়েনস গোলরক্ষক সান্তোসকে দেওয়া হয়েছিল একটা দায়িত্ব। সেটা ক্লাবের পক্ষ থেকেই। ক্লাবের স্পন্সর উবারের পক্ষ থেকে একটি প্রচারণামূলক ভিডিও করতে ম্যাচ চলা সময়ই সান্তোসের হাতে মোবাইল থাকার কথা ছিল। ১৩ মে অ্যাটলেটিকো মিনেয়েরোর বিপক্ষে ম্যাচে মোবাইল নিয়েই গোলবারের সামনে দাঁড়িয়েছিলেন সান্তোস।
লক্ষ্য ছিল জনসচেতনতামূলক বার্তা পৌঁছানো। গোলবারের দিকে মন না দিয়ে ফোন চালাতে থাকলে যেমন বিপদ হতে পারে, গাড়ি চালানোর সময় মোবাইলে মন দেওয়া যে আরও বেশি ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে- সেই বার্তাটা পৌঁছে দিতে চেয়েছিল উবার।
কিন্তু প্যারানায়েনস আর উবারের এই উদ্যোগ পছন্দ হয়নি ব্রাজিলের ক্রীড়া আদালতের। সান্তোস নিষিদ্ধ হয়েছেন এক ম্যাচের জন্য। আর তার ক্লাবকে জরিমানা করা হয়েছে ১০ হাজার পাউন্ড!