অ্যাটলেটিকোতে লেমার, গলোভিন মোনাকোতে
যা কিছু ঘটছেঃ
- মোনাকো থেকে ফ্রেঞ্চ উইঙ্গার থমাস লেমারকে দলে ভিড়িয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। মেডিকেল পরীক্ষাও হয়ে গেছে। ধারণা করা হচ্ছে লেমারকে কিনতে ৬০ মিলিয়ন ইউরো খরচ হয়েছে অ্যাটলেটিকোর।
- লেমারকে অ্যাটলেটিকোর কাছে দিয়ে অবশ্য তার খালি জায়গা পূরণ করে ফেলেছে মোনাকো। রাশিয়ার মিডফিল্ডার অ্যালেক্সান্ডার গলোভিনকে কিনেছে মোনাকো। ২২ বছর বয়সী মিডফিল্ডারের ব্যাপারে চেলসির আগ্রহের কথা জানা গিয়েছিল আগে। কিন্তু শেষ পর্যন্ত গলোভিনকে পেয়েছে মোনাকো।
- এভারটন থেকে ডাচ মিডফিল্ডার ডেভি ক্লায়েসেনকে দলে ভিড়িয়েছে জার্মান ক্লাব ভের্ডার ব্রেমেন
যা কিছু রটছেঃ
- লিভারপুল গোলরক্ষক সিমিয়ন মিনিয়োলেতের লিভারপুল ছাড়া প্রায় নিশ্চিত। বিশেষ করে অ্যালিসনের সংযোজন মিনিয়োলেতের জায়গা নড়বড়ে করে দিয়েছে আগেই। তুরস্কের ক্লাব বেসিকতাস তার ব্যাপারে আগ্রহী বলে শোনা যাচ্ছে। (সূত্রঃ স্কাই স্পোর্টস)
- থিবো কোর্তোয়াকে বেচে দিলে তার জায়গায় নতুন গোলরক্ষক হিসেবে চেলসির প্রথম পছন্দ ইংল্যান্ডের জর্ডান পিকফোর্ড। ( সূত্রঃ স্কাই স্পোর্টস)
- ইভান পেরসিচকে দলে ভেড়াতে গত মৌসুম থেকেই চেষ্টা করে যাচ্ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার হোসে মরিনহো। গার্ডিয়ান বলছে পেরিসিচ মরিনহোকে 'না' করে দিয়েছেন, ইউনাইটেডে পাড়ি জমানোর কোনো ইচ্ছাই নেই বলে জানিয়েছেন ক্রোয়াট উইঙ্গার।
- নতুন একজন স্ট্রাইকার ভেড়াতে উঠে পড়ে লেগেছে রিয়াল মাদ্রিদ। পিএসজির এডিনসন কাভানির জন্য ৯০ মিলিয়ন ইউরো খরচ করতেও রাজি তারা। (এএস)