• সিরি আ
  • " />

     

    "রোনালদোকে নিয়ে অতিরিক্ত উন্মাদনা জুভেন্টাসের জন্য ভালো না"

    "রোনালদোকে নিয়ে অতিরিক্ত উন্মাদনা জুভেন্টাসের জন্য ভালো না"    

     

    ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাসে পাড়ি জমানোর পর থেকেই উন্মাদনার যেন শেষ নেই। রোনালদোর ছোঁয়ায় নতুন প্রাণ পাবে জুভেন্টাস ও সিরি আ, এমনটাই প্রত্যাশা বহু মানুষের। তবে জুভ কোচ মাসিমিলানো আলেগ্রি মনে করেন, রোনালদোকে নিয়ে অতিরিক্ত উন্মাদনা ক্লাবের উপর নেতিবাচক প্রভাবও ফেলতে পারে।

    রোনালদোকে নিয়ে তুরিনের ক্লাবের উন্মাদনা সীমিত আকারে রাখার পরামর্শ দিলেন আলেগ্রি, ‘তাকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। উন্মাদনার মাত্রাও খুব বেশি। এটা কিন্তু একদমই ভালো না ক্লাবের জন্য। এই মৌসুমটা আমাদের জন্য আগের চেয়েও কঠিন হয়ে যাবে।’

    রোনালদো থাকায় জুভেন্টাসকে নিয়ে আরও কঠিন পরিকল্পনা সাজাবে সিরি আর দলগুলো, ধারণা আলেগ্রির, ‘ইতালির দলগুলো আমাদের সাথে আরও আক্রমণাত্মক হয়ে খেলবে। আগের মৌসুমে আমাদের পারফরম্যান্সের সাথে যোগ হয়েছে রোনালদোর আসা। এটা যেমন আমাদের উজ্জীবিত করবে, প্রতিপক্ষকেও করবে। আশা করি রোনালদো মাঠেই প্রমাণ করবেন কেন তাকে নিয়ে এত উন্মাদনা।’

    সিআর সেভেনের অভিজ্ঞতা তুরিনের বুড়িদের অর্জন আরও বাড়াতে সাহায্য করবে বলেই বিশ্বাস আলেগ্রির, ‘রোনালদো অনেক অভিজ্ঞ একজন ফুটবলার। তার অভিজ্ঞতা আমাদের দলকে অনেক বাড়তি সুবিধা দেবে।’

    সিরি আতে শিয়েভোর বিপক্ষে ক্লাবের হয়ে অভিষেক হতে পারে রোনালদোর।