• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    মরিনহোকে খুশি রাখা আমার জীবনের লক্ষ্য : ক্লপ

    মরিনহোকে খুশি রাখা আমার জীবনের লক্ষ্য : ক্লপ    

    গতবার দলবদলে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপুল পরিমাণ টাকা খরচ করে খেলোয়াড় ভেড়ানোর সমালোচনা করেছিলেন লিভারপুল ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ। জানিয়েছিলেন, তার চিন্তা ভাবনা আলাদা, এতো টাকা দিয়ে খেলোয়াড় কিনবেন না তিনি! এক বছর যেতেই ক্লপের লিভারপুলই এবার দলবদলে খরচ করে ফেলেছে ১৭০ মিলিয়ন মিলিয়ন ইউরো। পুরো ব্যাপারটায় বেশ আনন্দ পেয়েছেন ইউনাইটেড ম্যানেজার হোসে মরিনহো। বলেছেন, "ক্লপ আমার মুখে হাসি ফুটিয়েছে"।

    লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড দুই দলই এখন যুক্তরাষ্ট্রে ব্যস্ত প্রীতি ম্যাচ খেলতে। প্রীতি ম্যাচের আড়ালে দুই ম্যানেজারের কথার লড়াই উত্তাপ ছড়াচ্ছে আরও। ক্লপ যেমন মরিনহোর কথার জবাব দিয়েছেন আরও মজা করে। বলেছেন, "মরিনহোর মুখে হাসি ফোটানো তার জীবনের অন্যতম বড় লক্ষ্য।" মরিনহোর মতে এতো টাকা খরচ করে ক্লপকে এখন শিরোপা জিততে হবে। ইউনাইটেড ম্যানেজার কী ভাবছেন সেটা নিয়ে একদমই মাথা ঘামাচ্ছেন না ক্লপ, "আমার মনে হয় না এটা একটা মাইন্ডগেম, আমি এমনিতে ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে কথা বলি না। আমাকে কেউ জিজ্ঞেস না করলে তাদের নিয়ে আমি মন্তব্য করি না। মরিনহো কী বলছে সেটা নিয়ে আমার চিন্তা নেই। স্বাধীন বিশ্ব, যে যা খুশি তাই বলতে পারে। সে যদি আমাদের দলবদল নিয়িএ খুশি হয় তাহলে তো আরও ভালো। আমরা শুধুমাত্র আমাদের সমর্থক ও মালিকপক্ষের কাছে জবাবদিহি করতে পারি, তাছাড়া আর কেউ না।"



    মরিনহো বলেছিলেন, লিভারপুল যে পরিমাণ অর্থ খরচ করেছে সেজন্য তাদের প্রিমিয়ার লিগ রেকর্ড গড়ে জেতা উচিত। এই গ্রীষ্মে নাবি কেইতা, ফাবিনহো, অ্যালিসন ও শাকিরিকে কিনেছে লিভারপুল। শীতকালীন দলবদলে রেকর্ড গড়ে ভার্জিল ভ্যান ডাইককেও কিনেছিল তারা। "আমার মনে হয় না আর কোনো দল এতো টাকা খরচ করবে। তাদের ধারে কাছেও কেউ যেতে পারবে না। গতবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালিস্ট তারা। তারাই সবচেয়ে বড় দাবিদার। তাদের জিততেই হবে"- চাপটা লিভারপুলের ওপরই দিয়ে রেখেছেন মরিনহো।  

    তবে শিরোপা নয়, ভালো ফুটবল খেলাটাই জরুরী বলে মরিনহোকে জবাবটা দিয়েছেন ক্লপ। "শিরোপা না জিতলে কি আমাকে বরখাস্ত করা হবে? আমার মনে হয় না। আমরা মাঠে কেমন ফুটবল খেলছি সেটাই গুরুত্বপুর্ণ। আমার চাকরির গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এমন ফুটবল খেলা যেটা আমাদের সমর্থকেরা পছন্দ করবে। গত দুইবার আমরা সেই কাজটাই করেছি। এবার আমাদের নতুনভাবে আবার চেষ্টা করতে হবে। প্রতিপক্ষরা তো আর ঘুমিয়ে ছিল না। তারাও নতুন খেলোয়াড় ভিড়িয়ে শক্তিশালী দল গড়েছে।