• বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর
  • " />

     

    এমন জয় দলের জন্য খুব বেশি দরকার ছিল: মাশরাফি

    এমন জয় দলের জন্য খুব বেশি দরকার ছিল: মাশরাফি    

    সিরিজটা নিজেদের হতে পারত আগের ম্যাচেই। গায়ানার শেষ ওভারের সেই দুঃস্বপ্নের হার এলোমেলো করে দিয়েছিল বাংলাদেশের সিরিজ জয়ের আশাকে। শেষ পর্যন্ত সেন্ট কিটসে তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৮ রানে হারিয়ে ৯ বছর পর ঘরের বাইরে সিরিজ জিতলেন মাশরাফিরা। ম্যাচ শেষে মাশরাফি বলছেন, এশিয়া কাপকে সামনে রেখে এমন জয় দলের জন্য খুব বেশি জরুরী ছিল।

    সেপ্টেম্বরে দুবাইতে হতে যাওয়া এশিয়া কাপের আগে বিদেশের মাটিতে এমন সিরিজ জয় বাংলাদেশ দলকে বাড়তি অনুপ্রেরণা জোগাবে বলেই বিশ্বাস মাশরাফির, ‘শেষ তিন চার মাস যদি দেখেন, এরকম কিছু আমাদের জন্য দরকার ছিল। এশিয়া কাপের আগে আমাদের জন্য এটা ভালো একটা ‘টনিক’। তবে আমি আগেও বলেছি, সিরিজ জেতা মানেই যে সব কিছু ঠিকঠাক আছে তা না। কিছু জায়গায় এখনো উন্নতির সুযোগ আছে। আরও অনেক উন্নতি করতে হবে আমাদের।’

    আগের ম্যাচে অল্পের জন্য হাতছাড়া হয়েছিল জয়। এবার সেটা হতে দেয়নি বাংলাদেশের বোলাররা। জয়ের এই ধারাটা ধরে রাখতে চান মাশরাফি, ‘আজকের ম্যাচে আমরা যেটা চাই, সেটা অনেক কিছুই করতে পেরেছি। তবে এই কাজটা আমাদের ধারাবাহিকভাবে করতে হবে। ব্যাটিংয়েও কিছু জায়গা আছে। সবকিছু মিলে আমি বলব, এই জয়টা আমাদের জন্য ভালো। ’

    এশিয়া কাপকে সামনে রেখে ব্যাটিং,বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই দলকে আরও উন্নতি করতে হবে বলেও মানছেন মাশরাফি, ‘আমরা তো জানি উইকেট ভালো ছিল। মনে হচ্ছিল আর ২০-২৫টা রান করতে পারলে ভালো হতো। শুরুতে উইকেট দরকার ছিল। ওদের দুই ওপেনার খুবই ভালো। লুইস অবশ্য শুরুতে আউট হয়ে যাওয়ায় গেইলের ওপর চাপটা বেড়ে গিয়েছিল। তবে গেইল ভালো খেলছিল। রুবেল ব্রেক থ্রুটা দেওয়াতে আমাদের জন্য সুবিধা হয়ে যায়। তবে সব মিলিয়ে কিছু জায়গায় উন্নতি করতে হবে। ফিল্ডিং তো অবশ্যই, ব্যাটিং আর বোলিংও আছে।’

    তিন বিভাগে উন্নতি করে এশিয়া কাপে কি সাফল্য আনতে পারে বাংলাদেশ, সেটা সময়ই বলে দেবে।