নতুন ফুটবলার না কিনতে পেরে হতাশ মরিনহো
নতুন মৌসুম শুরু হতে খুব বেশিদিন বাকি নেকি। ইউরোপের অন্য ক্লাবের মতো প্রাক মৌসুম প্রীতি ম্যাচ খেলতেই ব্যস্ত ম্যানচেস্টার ইউনাইটেড। যুক্তরাষ্ট্রের মিশগানে প্রীতি ম্যাচে লিভারপুলের কাছে ৪-১ গোলে হারার পর কোচ হোসে মরিনহো বলছেন, প্রিমিয়ার লিগ শুরুর আগে নতুন ফুটবলার কিনতে না পেরে খুব বেশি হতাশ তিনি।
বিশ্বকাপের আগে থেকেই মরিনহো জানিয়েছিলেন, নতুন কয়েকজনকে ইউনাইটেডে দেখতে চান। বিশেষ করে দলের রক্ষণভাগকে আরও শক্তিশালী করার জন্য একজন অভিজ্ঞ ফুটবলারকে দলে ভেড়ানোর চেষ্টা অনেকদিন ধরেই চালিয়ে যাচ্ছেন স্পেশাল ওয়ান।
মৌসুম শুরুর আগে নিজের স্কোয়াড নিয়ে সন্তুষ্ট নন মরিনহো, ‘আমি আরও নতুন দুইজন ফুটবলার চাই। কিন্তু মনে হচ্ছে না সেটা হবে। আমার অন্তত একজন তো চাই! কয়েক মাস আগে আমি ৫ জনের নাম দিয়েছিলাম ক্লাবকে। আমি এখনো অপেক্ষাতেই আছি! এটা যদি সম্ভব হয় তাহলে ভালো, সম্ভব না হলে কী আর করার! যারা স্কোয়াডে আছে তাদের নিয়েই কাজ করতে হবে।’
ফুটবলার কিনতে না পারার পাশাপাশি মরিনহোর কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে ইনজুরিও। অ্যান্টোনিও ভ্যালেন্সিয়া, ডিওগো ডালট, মাতিচ, সার্জিও রোমেরো, স্মালিং, লুক শ’ সবাই আছেন ইনজুরিতে। এছাড়া বিশ্বকাপের পর পল পগবা, রোমেলু লুকাকু, মার্কো রোহো, ফেলাইনি, লিনগার্ড, র্যাশফোর্ডরা এখনও স্কোয়াডের সাথে যোগ দেননি। শেষ পর্যন্ত মরিনহোর কথা শুনে নতুন ফুটবলার কিনবে কিনা ইউনাইটেড, সেটা জানা যাবে দ্রুতই।