মৌসুমের শুরুতেই নেইমার-কাভানি-এমবাপ্পেকে পাচ্ছে না পিএসজি
বিশ্বকাপ শেষ হওয়ার ১৫ দিনও পেরোয়নি। ফুটবলাররা ফিরছেন যার যার ক্লাবে। আর কয়েকদিন পরেই শুরু হবে ইউরোপের লিগগুলো। ১১ আগস্ট মাঠে গড়াচ্ছে ফ্রেঞ্চ লিগ। পিএসজি কোচ থমাস তুখেল বলছেন, বিশ্বকাপে যাওয়া ধকলের কারণে শুরুর দিকে কিছু ম্যাচে নাও খেলতে পারেন নেইমার, এমবাপ্পে ও কাভানি।
ফ্রান্সের হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে শিরোপা জিতেছেন পিএসজির কিলিয়ান এমবাপ্পে। কোয়ার্টার ফাইনালেই অবশ্য থেমে গেছে অন্য দুই পিএসজি ফুটবলার নেইমার ও কাভানির বিশ্বকাপ মিশন। তবে বিশ্বকাপ শেষ হলেও ক্লাবের সাথে যোগ দেননি কেউই।
আগস্টের দ্বিতীয় সপ্তাহে ফ্রেঞ্চ লিগে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে পিএসজি। সেই ম্যাচে নেইমার-কাভানি-এমবাপ্পে ত্রয়ীকে নাও খেলাতে পারেন তুখেল, ‘বিশ্বকাপ দেখতে সবাই ভালোবাসে। কিন্তু এটা মৌসুমের শুরুতে ক্লাব ফুটবলে খারাপ প্রভাব ফেলে। আমরাই সবাই চাই ক্লাবের সেরা ফুটবলাররা শুরু থেকেই মাঠে নামুক। তবে বিশ্বকাপে যে ধকল গেছে তাদের ওপর দিয়ে, সেটা কাটিয়ে উঠতে সময় লাগবে। তাদের বিশ্রাম দরকার, এটা আমাদের দিতেই হবে।’
ফুটবলারদের কথা ভেবে বিশ্বকাপের পরে ক্লাব ফুটবলের মৌসুম একটু দেরি করে শুরু করার প্রস্তাবও দিচ্ছেন তুখেল, ‘বিশ্বকাপের বছরে আসলে ক্লাব ফুটবলের মৌসুম নিয়ে নতুন করে ভাবা উচিত। পরের বছর মে মাসে লিগ শেষ করার মানে নেই। একটু দেরিতে শুরু করে আমরা জুন কিংবা জুলাইয়ে লিগ শেষ করতে পারি। খেলাটা দিনশেষে ফুটবলারদের। তাদের ব্যাপারে সবার আগে ভাবতে হবে।’
১৩ আগস্ট সেনের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের মৌসুম শুরু করবে পিএসজি।