• বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর
  • " />

     

    'গালির' জন্য ম্যাচ রেফারির তিরস্কার শুনলেন রুবেল

    'গালির' জন্য ম্যাচ রেফারির তিরস্কার শুনলেন রুবেল    

    নিদাহাস ট্রফির ফাইনাল, এরপর দ্বিতীয় ওয়ানডে। শেষের দু;স্বপ্নটা এই বছর কাটছিলই না রুবেল হোসেনের। কাল তৃতীয় ওয়ানডে ৪৯তম ওভারে দারুণ বল করে সেই দুঃস্বপ্ন কিছুটা হলেও ভুলেছেন রুবেল। তবে এর মধ্যেও একটা ছোট্ট দাগ থেকে যাচ্ছে, শৃঙ্খলাভঙ্গের জন্য একটি ডিমেরিট পয়েন্ট যোগ হচ্ছে রুবেলের নামের পাশে। তবে সেজন্য কোনো জরিমানা বা শাস্তি পেতে হচ্ছে না, আপাতত ম্যাচ রেফারির তিরস্কার শুনেই পার পেয়ে গেছেন।

    ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ২৮তম ওভারেই হয়েছে ঘটনাটা। শিমরন হেটমেয়ারের ইনসাইড এজে চার হওয়ার পর মেজাজ হারিয়ে গালি দিয়ে বসেন রুবেল। সেটা স্টাম্প মিকে ধরা পড়ে। পরে ম্যাচ রেফারি সেটার জন্য শাস্তি হিসেবে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছেন রুবেলের নামের পাশে।

    তবে লেভেল ১ অপরাধ হওয়ার কারণে বড় কোনো শাস্তি হয়নি। রুবেলও ম্যাচ রেফারির শাস্তিটা মেনে নিয়েছেন, তাই আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়বে না আর।

    গত মাসে আফগানিস্তানের সঙ্গে দেরাদুনেও একই রকম ভাবে মেজাজ হারিয়ে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছিল নামের পাশে। সামনে যদি আবারও এমন হয়, তাহলে নিষেধাজ্ঞা হতে পারে রুবেলের।