• বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর
  • " />

     

    বিদেশের মাটিতে বাংলাদেশের ৫ জয়ের গল্প

    বিদেশের মাটিতে বাংলাদেশের ৫ জয়ের গল্প    

    বছরের হিসেবে সময়টা একেবারেই কম নয়। দীর্ঘ ৯ বছর ঘরের বাইরে সিরিজ জয়ের স্বাদ থেকে বঞ্চিত ছিল বাংলাদেশ দল। সেই অপেক্ষাটা শেষ পর্যন্ত ঘুচল কাল। সিরিজের তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৮ রানে হারিয়ে পঞ্চমবারের মতো বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ।

     

    সিরিজ: কেনিয়া-বাংলাদেশ (২০০৬) 

    ফলাফলঃ বাংলাদেশ ৩-০ তে জয়ী 

    ম্যান অফ দা সিরিজ- মাশরাফি বিন মুর্তজা​

    বিদেশের মাটিতে প্রথমবার সিরিজ জয়ের স্বাদ এসেছিল কেনিয়ার বিপক্ষে। ২০০৬ সালের সেই সিরিজে মাশরাফির বিধ্বংসী বোলিংয়ে স্টিভ টিকোলোর কেনিয়াকে তাদের মাটিতেই ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল খালেদ মাসুদের বাংলাদেশ।

     

    সিরিজ: জিম্বাবুয়ে-বাংলাদেশ (২০০৭) 

    ফলাফলঃ বাংলাদেশ ৩-১ এ জয়ী 

    ম্যান অফ দা সিরিজ- মাশরাফি বিন মুর্তজা​

    ২০০৭ সালে জিম্বাবুয়ের সফরে গিয়ে প্রথমবারের মতো তাদের মাটিতে সিরিজ জেতে বাংলাদেশ। ৪ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-১ ব্যবধানে জেতে হাবিবুল বাশারের দল। জিম্বাবুয়েতে হওয়া সেই সিরিজেও দুর্দান্ত বোলিংয়ের সুবাদে সিরিজসেরা হয়েছিলেন মাশরাফিই।  

     

    সিরিজ: ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ (২০০৯)

    ফলাফলঃ বাংলাদেশ ৩-০ তে জয়ী 

    ম্যান অফ দা সিরিজ- সাকিব আল হাসান

    ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ একটি সিরিজ জয় পায় বাংলাদেশ। ওয়ানডেতে ক্যারিবিয়ানদের ৩-০ ব্যবধানে হারায় মাশরাফির দল। সেবার অবশ্য সিরিজের আগে ক্যারিবিয়ানদের ঘোষিত দলের বেশিরভাগ ক্রিকেটারই বোর্ডের সাথে ঝামেলার কারণে শেষ পর্যন্ত মাঠে নামেননি।ওয়েস্ট ইন্ডিজ খেলেছিল দ্বিতীয় সারির দল নিয়ে। সিরিজ সেরা হয়েছিলেন নতুন অধিনায়ক সাকিব আল হাসান।

     

    সিরিজ: জিম্বাবুয়ে-বাংলাদেশ(২০০৯) 

    ফলাফলঃ বাংলাদেশ ৪-১ এ জয়ী 

    ম্যান অফ দা সিরিজ- তামিম ইকবাল

    ওয়েস্ট ইন্ডিজকে হোয়াটওয়াশ করার পরপরই সেই বছর জিম্বাবুয়ে সফরে গিয়েও সিরিজ জেতে বাংলাদেশ। ৫ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে সিরিজ জেতা দলের নেতৃত্ব দিয়েছিলেন সাকিব, সিরিজ সেরা হয়েছিলেন তামিম ইকবাল।

     

    সিরিজ: ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ (২০১৮) 

    ফলাফলঃ বাংলাদেশ ২-১ এ জয়ী 

    ম্যান অফ দা সিরিজ- তামিম ইকবাল

    এবার ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম ম্যাচ জিতে সিরিজ জয়ের পথে একধাপ এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেই নিশ্চিত হতে পারত সিরিজ, তবে গায়ানায় শেষ ওভারের সেই হারে সিরিজে সমতা ফেরায় ক্যারিবিয়রা। তৃতীয় ম্যাচে সেই ভুল করেনি বাংলাদেশ। তামিমের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ২-১ ব্যবধানে সিরিজ জেতা বাংলাদেশ। সিরিজ সেরা হয়েছেন দুই ম্যাচে সেঞ্চুরি পাওয়া তামিম ইকবাল।