ক্যারিয়ারসেরা রেটিং তামিমের
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্সের ছাপ আইসিসি র্যাঙ্কিংয়েও রাখলেন তামিম ইকবাল। ক্যারিয়ার সেরা ৭৩৭ রেটিং পয়েন্টে চারধাপ এগিয়ে তামিম এখন ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ১৩ নম্বরে।
অপরাজিত ১৩০, ১০৩ রান তামিম করেছেন প্রথম ও তৃতীয় ওয়ানডেতে, দ্বিতীয় ওয়ানডেতে করেছেন ৫৪ রান। সব মিলিয়ে তার ২৮৭ রান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে তিন ম্যাচ সিরিজে সর্বোচ্চ। সিরিজসেরাও হয়েছেন তামিম।
তামিমের সঙ্গে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সাকিব আল হাসানেরও। ৯৭, ৫৬ ও ৩৭ রানের স্কোরে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে সাকিব আছেন এখন ২৬ নম্বরে। বোলিংয়েও ২৬ নম্বরে তিনি, অবশ্য এখানে তিন ধাপ অবনমন ঘটেছে তার। অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে অবশ্য সাকিব আছেন শীর্ষস্থানেই।
অন্যান্য ব্যাটসম্যানদের মধ্যে চার ধাপ এগিয়ে ৩৮ নম্বরে এসেছেন মাহমুদউল্লাহ, আর একধাপ পিছিয়ে ২২ নম্বরে গেছেন মুশফিকুর রহিম।
র্যাঙ্কিংয়ে বেশ উন্নতি হয়েছে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার, আট ধাপ এগিয়ে নিউজিল্যান্ডের ম্যাট হেনরির সঙ্গে যৌথভাবে ১৯ নম্বরে তিনি। সিরিজের শুরুতে ক্যারিয়ার সেরা ৬১০ পয়েন্ট পেয়েছিলেন মুস্তাফিজ, তবে সিরিজ শেষ করেছেন ৬০৯ পয়েন্ট নিয়ে। তিনি আছেন ১৭ নম্বরে, দুইধাপ এগিয়েছেন এই বাঁহাতি পেসার।