• ফ্রেঞ্চ লিগ ওয়ান
  • " />

     

    নতুন মানুষ হয়ে ফিরে আসবেন নেইমার

    নতুন মানুষ হয়ে ফিরে আসবেন নেইমার    

     

    বিশ্বকাপজুড়ে একটা কথাই সবচেয়ে বেশি শুনতে হয়েছে তাকে। ‘অভিনেতা’ ট্যাগটা খুব ভালোমতোই গায়ে লেগে গিয়েছিল নেইমারের। এখন নেইমার বলছেন, বিশ্বকাপে ফাউলের শিকার হওয়ার পর কিছুটা বাড়াবাড়ি করলেও আগামীতে নতুন মানুষ হয়েই মাঠে ফিরবেন।  

    বিশ্বকাপে সবচেয়ে বেশি ফাউলের শিকার হয়েছেন নেইমার। তবে অনেকেরই অভিযোগ, যেটুক আঘাত পেয়েছেন তার চেয়ে কয়েকগুণ বেশি অভিনয় করেছেন এই ব্রাজিলিয়ান। মেক্সিকো কোচ তো দ্বিতীয় রাউন্ডের ম্যাচের পর বলেই দিয়েছিলেন, ‘পুরুষদের ফুটবলে’ নেইমারের এমন আচরণ মানা যায় না।

    নেইমার এবার নিজেই স্বীকার করলেন, ফাউলের পর কিছুটা বাড়তি সময় মাটিতে পড়ে থাকতেন, ‘অনেকেই বলছে আমি বাড়াবাড়ি করেছি। অনেক সময় হয়ত কিছুটা করেছি। কিন্তু সত্যিটা হচ্ছে, আমাকে মাঠে অনেক বেশি ভুগতে হয়েছে। ম্যাচের পর অনেকবার আমি সাংবাদিকদের সাথে কথা না বলেই ফিরে গিয়েছি। অনেক সময় মনে হয়েছে আমি খারাপ মনোভাব পুষছি, কিন্তু ব্যাপারটা আসলে তেমন না। আমি হারতে পছন্দ করি না, তাই হারার পর নিজেকে সামলে নিতে পারিনি। আমি ভেঙে পড়েছিলাম।’

    সব সমালোচনা হজমের পর নেইমার এখন বদলে যাওয়া মানুষ, ‘সমালোচনা মেনে নিতে সময় লেগেছে। আয়নার দিকে তাকিয়ে নিজেকে চিনেছি। এখন আমি নতুন এক মানুষ, নতুনভাবেই মাঠে ফিরব। আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু যে পড়ে যায় সেই কেবল উঠে দাঁড়াতে পারে। আমিও উঠে দাঁড়াবো।’