• বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর
  • " />

     

    টি-টোয়েন্টি ধাঁধায় সাকিবের ভরসা 'নতুন'রা

    টি-টোয়েন্টি ধাঁধায় সাকিবের ভরসা 'নতুন'রা    

    কবে, কখন
    ওয়ার্নার পার্ক, বেসটের, সেন্ট কিটস
    ১ আগস্ট, ২০১৮ 
    বাংলাদেশ সময় ০৬৩০


    টেস্ট শক্ত পরীক্ষা দেশের বাইরে। ওয়ানডে ‘কমফোর্ট জোন’। টি-টোয়েন্টি তবে বাংলাদেশের জন্য এক ধাঁধার নাম। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটটা যেন ঠিক বুঝে উঠতে পারেনি এখনও বাংলাদেশ। নিদাহাস ট্রফিতে সেই পাঠের শুরুটা হয়ে ওঠার ইঙ্গিত দিলেও আফগানিস্তান সিরিজ আবার নিয়ে গেছে পুরোনো জায়গাতেই। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের আগেও তাই ওয়ানডে ফরম্যাটের সাফল্যতেই প্রেরণা খুঁজতে হচ্ছে অধিনায়ক সাকিব আল হাসানকে। 

    “আমরা টি-টোয়েন্টি সিরিজ নিয়ে আশাবাদী, এর বড় কারণ, আমরা ওয়ানডে সিরিজে ভাল করেছি। দেশের বাইরে নয় বছর পর সিরিজ জেতা একটা প্রেরণা ছিল। আশা করি এই আত্মবিশ্বাসটা কাজে লাগবে আমাদের”, প্রথম টি-টোয়েন্টির আগে বলেছেন সাকিব। 

    বিপরীত চিত্র ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশ যতটা ‘কম পছন্দ’ করে এই ফরম্যাট, ক্যারিবীয়রা ভালবাসে ততোটাই। তবুও, নতুন ক্রিকেটারদের ওপর ভরসা করতে চাচ্ছেন সাকিব, “যদিও জানি ওয়েস্ট ইন্ডিজ অনেক শক্তিশালি দল, এটা তাদের উপযুক্ত ফরম্যাট। তবে আশা করি আমাদের সেই সামর্থ্য আছে, এই সিরিজ জয়ের।” 

    “বেশ কিছু নতুন ক্রিকেটার আছে। তাদের জন্য বেশ রোমাঞ্চকর ব্যাপার। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভাল, নতুন কিছু ক্রিকেটার পাচ্ছি আমরা পরীক্ষা করে দেখার। আশা করি ওরা ভাল করবে।” 

    নতুন ক্রিকেটার বলতে ওয়ানডে সিরিজের সঙ্গে যোগ দিয়েছেন ওপেনার সৌম্য সরকার ও অলরাউন্ডার আরিফুল হক। আর আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে যাওয়া মুস্তাফিজুর রহমানও ফিরছেন এ ফরম্যাটে। সে তুলনায় অনেকখানি বদলে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। দলে টি-টোয়েন্টির ‘স্পেশালিস্ট’ অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট ছাড়াও ফিরছেন মারলন স্যামুয়েলস, দীনেশ রামদিন, স্যামুয়েল বদ্রি, আন্দ্রে ফ্লেচাররা। চোট কাটিয়ে ফিরবেন আন্দ্রে রাসেলও। অবশ্য আইসিসি একাদশের সঙ্গে লর্ডসের দাতব্য ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন ওপেনার ক্রিস গেইল। 

    টি-টোয়েন্টির র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে তিন ধাপ এগিয়ে সাতে ওয়েস্ট ইন্ডিজ। 
     

      
    রঙ্গমঞ্চ

    ওয়ার্নার পার্কেই শেষ ওয়ানডের জয় নিশ্চিত করেছে বাংলাদেশের সিরিজ। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির তেমন পূর্বাভাস নেই এদিন। সব মিলিয়ে ৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি হয়েছে এ ভেন্যুতে, যার মধ্যে দুইটিতে ছিল বাংলাদেশ, সে দুইটি ম্যাচের একটি আবার হয়েছিল পরিত্যক্ত। ফল হওয়া চারটি ম্যাচের একটিতেও হারেনি স্বাগতিকরা। 


    যাদের ওপর চোখ

    সৌম্য সরকার
    আয়ারল্যান্ড সফরে থাকার কথা ছিল তার, ‘এ’ দলের সঙ্গে। তবে টিম ম্যানেজমেন্টের ‘চাহিদা’ তাকে উড়িয়ে নিয়েছে ক্যারিবিয়ানে। ফর্মটা পক্ষে নেই এই বাঁহাতি ওপেনারের, ‘এ’ দলের হয়ে দেশের মাটিতেও শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে করতে পারেননি তেমন কিছু। প্রথম টি-টোয়েন্টিতে খেললে ‘চাহিদা’টা মেটাতে পারবেন সৌম্য? 

    আন্দ্রে রাসেল 
    ফরম্যাটটা তার আদর্শ, তিন বছর পর ওয়ানডে খেললেও প্রথম ম্যাচের পরই ছিটকে গেছেন সিরিজ থেকে। টি-টোয়েন্টিতে ফিরছেন আবার। ঝলক দেখাতে পারবেন এই অলরাউন্ডার? 


    সম্ভাব্য একাদশ

    মুস্তাফিজ ফিরছেন, তামিমের সঙ্গে ওপেনিংয়ে নামতে পারেন সৌম্য সরকার। ওয়ানডে সিরিজ বাইরে বসে কাটানো লিটন দাসও পেতে পারেন সুযোগ। মুস্তাফিজের সঙ্গে পেস অপশন হিসেবে থাকতে পারেন শেষ ওয়ানডেতে ডেথ ওভারে ভাল বোলিং করা রুবেল, সঙ্গে অলরাউন্ডার আরিফুল হক। মেহেদি ও নাজমুল- দুই স্পিনারের একজনকে বেছে নিতে হবে বাংলাদেশের। 

    বাংলাদেশ- তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ/নাজমুল ইসলাম, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান

    দলে নেই ক্রিস গেইল, এভিন লুইসের সঙ্গী হওয়ার সম্ভাবনা বেশি তাই আন্দ্রে ফ্লেচারের। স্কোয়াডের বাইরে বসে থাকতে হতে পারে শেলডন কটরেল ও চ্যাডউইক ওয়ালটনকে। 

    ওয়েস্ট ইন্ডিজ- এভিন লুইস, আন্দ্রে ফ্লেচার, মারলন স্যামুয়েলস, রোভম্যান পাওয়েল, দীনেশ রামদিন, আন্দ্রে রাসেল, অ্যাশলি নার্স, কার্লোস ব্র্যাথওয়েট, কিমো পল, স্যামুয়েল বদ্রি, কেসরিক উইলিয়ামস 
     

    সংখ্যার খেলা 

    • ২০১২ সালে শেষ একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ, আয়ারল্যান্ডের বিপক্ষে।
    • দুদলের স্কোয়াড মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি আছে শুধু দুই বাঁহাতি ওপেনারের। তামিম ইকবালের একটি, এভিন লুইসের দুইটি।