নিউজিল্যান্ডের সাথে তিন টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ
বাংলাদেশের টেস্ট সিরিজ মানেই যেন ২ টেস্ট। ২০০০ সালে টেস্ট অভিষেকের পর মাত্র তিনবার তিন টেস্টের সিরিজ খেলেছে বাংলাদেশ। আগামী বছর আবারও সুযোগ আসছে তিন টেস্টের সিরিজ খেলার। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতেই তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। নিউজিল্যান্ড ক্রিকেট বড় তাদের বার্ষিক সূচিতে নিশ্চিত করেছে এই সিরিজ। টেস্ট সিরিজের আগে তিন ম্যাচের ওয়ানডেও খেলবে দুই দেশ।
২০০৩ সালে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। ২০০৭ সালে শ্রীলংকার বিপক্ষে ৩ টেস্টের সিরিজ খেলেছে তারা। শেষবার ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলেছিল বাংলাদেশ। কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হবে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি, সেডন পার্কে। দ্বিতীয় টেস্ট হবে ৮ মার্চ থেকে ওয়েলিংটনে। সিরিজের শেষ টেস্ট শুরু হবে ১৬ মার্চ ক্রাইস্টচার্চে। সেডন পার্কে প্রথম টেস্টটি দিবারাত্রির আয়োজন করতে চেয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড, তবে বিসিবির সম্মতি না থাকায় দিনেই হবে ম্যাচটি।
টেস্ট সিরিজের আগে হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৩ ফেব্রুয়ারি ম্যাকলিন পার্কে হবে প্রথম ওয়ানডে। দ্বিতীয় ওয়ানডে হবে ১৬ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে, তৃতীয় ম্যাচটি হবে ২০ ফেব্রুয়ারি ওটাগো ওভালে।