• বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর
  • " />

     

    সাকিবদের সঙ্গে থাকছেন না গেইল

    সাকিবদের সঙ্গে থাকছেন না গেইল    

    ওয়ানডে সিরিজে ৩ ম্যাচে তিনি করেছিলেন ১৪২ রান। টি-টোয়েন্টি দলে যে ক্রিস গেইল থাকবেন না, সেটা হয়ত কেউই ভাবেননি। সবাইকে একটু অবাক করে বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ১৩ জনের স্কোয়াডে রাখা হয়নি গেইলকে। অন্যদিকে ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন মারলন স্যামুয়েলস ও আন্দ্রে রাসেল।

    গেইলকে বিশ্রাম দেওয়া হয়েছে বলেই জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক কমিটির চেয়ারম্যান কোর্টনি ব্রাউন, ‘গেইলকে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে রাখা হয়েছে। ইংল্যান্ডে অনুষ্ঠিত দাতব্য ম্যাচের পারফরম্যান্সকেই গুরুত্ব দেওয়া হয়েছে দল নির্বাচনে। শেলডন কটরেলের বোলিং দলে ভিন্নতা আনবে।’

    ইনজুরির কারণে ওয়ানডে সিরিজে ছিলেন না স্যামুয়েলস। দলে থাকলেও শুধু প্রথম ম্যাচেই খেলেছিলেন রাসেল। শেষ দুই আমচে ইনজুরির জন্য মাঠের বাইরে ছিলেন। টি-টোয়েন্টি সিরিজের আগে রাসেল পুরোপুরি সুস্থ হয়ে ফিরছেন দলে। ১৩ জনের দলে ফিরেছেন দীনেশ রামদিন, স্যামুয়েল বদ্রি, আন্দ্রে ফ্লেচার ও কার্লোস ব্র্যাথওয়েট।  শেলডন কটরেল ও চ্যাডউইক ওয়ালটনকে নেওয়া হয়েছে কানাডায় অনুষ্ঠিত গ্লোবাল টি-টোয়েন্টি লিগের ভালো পারফরম্যান্সের সুবাদে।

    ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড- এভিন লুইস, আন্দ্রে ফ্লেচার, মারলন স্যামুয়েলস, রোভম্যান পাওয়েল, দীনেশ রামদিন, আন্দ্রে রাসেল, অ্যাশলি নার্স, কার্লোস ব্র্যাথওয়েট, কিমো পল, স্যামুয়েল বদ্রি, কেসরিক উইলিয়ামস, শেলডন কটরেল ও চ্যাডউইক ওয়ালটন।