জাতীয় দলের জন্য টটেনহাম ছাড়তে কষ্ট হচ্ছে সনের
বিশ্বকাপের সময় তার কান্নাভেজা মুখ কাঁদিয়েছিল ফুটবলভক্তদের। দক্ষিণ কোরিয়ার সন হিউ মিনের ক্যারিয়ারটা হুমকির মুখে পরে গিয়েছিল দেশটির অদ্ভুত এক নিয়মের কারণে। জাতীয় দলের হয়ে বড় কিছু জিতলেই কেবল বাধ্যতামূলক সামরিক দায়িত্ব থেকে মুক্তি পাবেন সন, চালিয়ে যেতে পারবেন ফুটবল ক্যারিয়ার। সেই লক্ষ্যেই এশিয়ান গেমসে কোরিয়ার অনূর্ধ্ব-২৩ দলের সাথে যোগ দিচ্ছেন সন। ক্লাব ছাড়ার আগে সন বলছেন, মৌসুমে শুরুতে এভাবে টটেনহামকে ছাড়তে কষ্ট হচ্ছে তার।
এশিয়ান গেমসে কোরিয়ার হয়ে সোনা জিতলেই সন মুক্তি পাবেন ২১ মাসের বাধ্যতামূলক সামরিক দায়িত্ব থেকে। ১৪ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসের জন্য ১২ আগস্ট ইংল্যান্ড ছাড়তে হবে সনকে। সদ্যই টটেনহামের সাথে পাঁচ বছরের চুক্তি নবায়ন করেছেন সন। সনের ক্যারিয়ারের কথা ভেবে ক্লাবটি ১১ তারিখের নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচের পরেই দেশে ফেরার অনুমতি দিয়েছে তাকে।
মৌসুমের প্রথম ম্যাচের পরে ক্লাবকে এভাবে ছাড়তে খারাপ লাগছে সনের, ‘টটেনহাম আমার খুব প্রিয় দল। এভাবে মৌসুমের শুরুতে সতীর্থদের ছাড়তে কষ্ট হচ্ছে। দেশের জন্য খেলাটাও আমার জন্য গুরুত্বপূর্ণ। তবে সবকিছু মিলিয়ে আমার ক্লাবের জন্য খুব খারাপ লাগছে, সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।’
বিশ্বকাপে সাফল্য আসেনি। সেই দুঃখটা এশিয়ান গেমসে ঘুচাতে চান সন, ‘জার্মানি সাথে জিতলেও বিশ্বকাপটা হতাশার ছিল। সামরিক দায়িত্ব নিয়ে তখনও অনেক কথা হচ্ছে, এখনও হচ্ছে। আসলে এখনই এসব নিয়ে কথা বলতে চাই না। তবে এশিয়ান গেমস জিতে নিজের ক্যারিয়ারকে আরও এগিয়ে নিতে চাইব।’
সন কি পারবেন এশিয়ান গেমসে সোনা জিতে সামরিক দায়িত্ব থেকে মুক্তি পেতে?