"বিশ্বকাপে পগবা ছিল রোল মডেল"
বিশ্বকাপের আগে কম সমালোচনা শুনতে হয়নি তাকে। পগ পগবা অবশ্য নিন্দুকের কথার জবাবটা দিয়েছেন মাঠেই, ফ্রান্সের বিশ্বকাপ জয়ের অন্যতম সারথি ছিলেন তিনিই। কোচ দিদিয়ের দেশম বলছেন, বিশ্বকাপের সময় পগবা ছিলেরন ফ্রান্সের তরুণ ফুটবলারদের আদর্শ।
২০১৪ বিশ্বকাপে খেলার সময় পগবার বয়স ছিল মাত্র ২১। দুই বছর আগে ইউরোতেও খেলেছেন। বিশ্বকাপ ও ইউরোতে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। ক্লাব ফুটবলে নিয়মিত পারফর্ম করলেও জাতীয় দলে তার ভূমিকা নিয়ে বিশ্বকাপের আগে উঠেছিল নানা প্রশ্ন।
সেসব প্রশ্নের জবাবটা বিশ্বকাপেই দিয়েছে পগবা। কিলিয়ান এমবাপ্পে, বেঞ্জামিন পাভার্ডদের মতো তরুণকে ভালো খেলার অনুপ্রেরণা জুগিয়েছেন পগবাই, জানালেন দেশম, ‘পগবাকে নিয়ে অনেক কথা হয়েছিল। কিন্তু সে সবকিছুই ভুল প্রমাণ করেছে। এতে অবশ্য আমি অবাক হয়নি। সে বরাবরই দলের কথা আগে ভাবে। তার বয়স ২৫ হলেও দলে তার চেয়ে ছোট অনেকেই আছে। সবার জন্যই সে আদর্শ হিসেবে কাজ করেছে। হয়ত সে এটা স্বীকার করবে না, কিন্তু এটাই সত্যি।’
পগবার অভিজ্ঞতা ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে সাহায্য করেছে, মানছেন দেশম, ‘সে ২০১৪ বিশ্বকাপ ও ২০১৬ ইউরো খেলেছে। দুটি বড় টুর্নামেন্টের অভিজ্ঞতা দারুণ কাজে লেগেছে। বিশ্বকাপ শুরুর আগে ফ্রান্স দলের নেতৃত্ব নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। সময়মতো সবই ঠিক হয়ে গেছে।’