• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    'সিটি আর পিএসজি দলবদলের বাজার অস্থির করে তুলেছে'

    'সিটি আর পিএসজি দলবদলের বাজার অস্থির করে তুলেছে'    

    বেশ কয়েক বছর থেকে দলবদলের বাজার মানেই ম্যানচেস্টার সিটি ও পিএসজির ব্যস্ত সময়। পেট্রোডলারের আশীর্বাদপুষ্ট দুই ক্লাব কাড়ি কাড়ি টাকাও খরচ করেছে। যদিও এবার ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা বলেছেন,তারা আর খ্যাপার মতো টাকা খরচ করতে চান না। গার্দিওলার কথাকে সাধুবাদ জানিয়েছেন বায়ার্ন মিউনিখের প্রধান নির্বাহী কার্ল হেইঞ্জ রুমেনিগে। তবে খোঁচা মেরে বলেছেন, সিটি আর পিএসজি দলবদলের বাজারটা অস্থির করে তুলছে।  

    এই বছর এখন পর্যন্ত পিএসজি ও সিটি বাজারে একটু নীরবই। সিটি কদিন আগেই তাদের রেকর্ড মূল্যে রিয়াদ মাহরেজকে নিয়ে এসেছে। তবে গার্দিওলা আভাস দিয়েছেন, নতুন করে আর কোনো খেলোয়াড় তারা কিনবেন না। রুমেনিগে এই সিদ্ধান্তে কিছুটা অবাক, ‘গার্দিওলা বলেছিল সে বেশ কিছু খেলোয়াড় কিনতে চায়, কিন্তু এখন সে আবার পিছু হটেছে। বলছে সে এসব পাগলামিতে অংশ নিতে চায় না। আমি কিছুটা অবাকই হয়েছি। আমি খুবই খুশি হব যদি ইংলিশদের দলবদলের শেষ সময়ের আগে ও কথাটা রাখতে পারে। সিটি আর পিএসজি দলবদলের বাজারটা অস্থির করেছে। আমি রিয়ালের কথা বলব না, কারণ গত কয়েক বছর ওরা সেভাবে খরচ করেনি। এটাই প্রমাণ করে চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য আপনার ইচ্ছামতো টাকা ওড়ানোর দরকার নেই।’

    রুমেনিগে বলছেন, তাদের লক্ষ্যও এটাই, ‘আমরাও রিয়ালের দেখানো পথে চ্যাম্পিয়নস লিগ আবার নিজেদের করে নিতে চাই, আগে হোক বা পরে।’

    এর মধ্যে শোনা যাচ্ছিল, রবার্ট লেভানডফস্কি এই মৌসুমে বায়ার্ন ছাড়তে পারেন। কিন্তু রুমেনিগে সরাসরি বলেছেন, লেভানডফস্কিকে এই মৌসুমে বিক্রি করে দেওয়ার কোনো ইচ্ছাই নেই তাদের। ১০০ বা ১৩০ মিলিয়ন পেলেও না।