মিলানে হিগুয়াইন, জুভেন্টাসে ফিরলেন বনুচ্চি
ইতালির দলবদলের রেকর্ড ভেঙে নাপোলি থেকে গঞ্জালো হিগুয়াইনকে দলে এনেছিল জুভেন্টাস। দুই বছর সেই রেকর্ড জুভেন্টাস ভেঙেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য। তাতে কপাল পুড়েছে হিগুয়াইনের। দুই মৌসুমে ৫৫ গোল করেও জুভেন্টাসের অচ্ছুৎ হয়ে পড়েছেন হিগুয়াইন, শেষ পর্যন্ত তাকে দল থেকে বিদায় করে দেওারই সিদ্ধান্ত নিয়েছে তুরিনের ওল্ড লেডিরা। ধারে এসি মিলানে গেছেন ৩০ বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকার।
জুভেন্টাস-মিলানের বাণিজ্য অবশ্য এখানেই শেষ নয়। হিগুয়াইনের সঙ্গে মিলান পেয়েছে আরেক সেন্টারব্যাক মাতিয়াস কালদারাকেও। এই দুইজনের বিনিময়ে জুভেন্টাস ফিরে পেয়েছে লিওনার্দো বনুচ্চিকে। গত মৌসুমেই জুভেন্টাস থেকে মিলানে এসেছিলেন বনুচ্চি। তাকে দেওয়া হয়েছিল দলের অধিনায়কত্বও। কিন্তু মিলান-বনুচ্চির মধুচন্দ্রিমা টিকলো না এক মৌসুমের বেশি। আবারও নিজের পুরনো ঠিকানাতেই ফিরে এসেছেন ইতালি ডিফেন্ডার।
চুক্তির প্রক্রিয়া সম্পন্ন করতে মিলানে গেছেন হিগুয়াইন, আর তুরিনে চলে এসেছেন বনুচ্চি। মেডিকেল পরীক্ষা শেষ হলেই আনুষ্ঠানিক ঘোষণা চলে আসার কথা।