আইমার, স্কালোনি আর্জেন্টিনার অন্তবর্তীকালীন কোচ
আর্জেন্টিনার কোচের পদে এখনই কাউকে স্থায়ীভাবে নিয়োগ দিচ্ছে না এফএ। আগামী মাসে দুইটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে আর্জেন্টিনার। সেই ম্যাচে কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক দুই আর্জেন্টাইন ফুটবলার, পাবলো আইমার আর লিওনেল স্কালোনিকে।
গত এক বছর ধরে আইমার আছেন আর্জেন্টিনার অনুর্ধ্ব-১৭ দলের দায়িত্বে। আর স্কালোনি ছিলেন হোর্হে সাম্পাওলির সহকারি। রাশিয়া বিশ্বকাপেও ছিলেন আর্জেন্টিনা দলের সঙ্গে। এই দুইজন মিলেই গুয়েতামালা ও কলম্বিয়ার বিপক্ষের দুই ম্যাচে দল সামলাবেন। স্কালোনি ছিলেন ২০০৬ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ দলেও।
এফএ প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস জানিয়েছেন, নতুন কোচ খুঁজতে আরেকটু সময় নেবেন তারা। "স্থায়ীভাবে কে কোচের দায়িত্ব নেবেন সেটা আমরা পরে চিন্তাভাবনা করব। সঠিক সিদ্ধান্ত নিতে আমরা আরও কিছুদিন অপেক্ষা করতে চাইছি।"
আইমার জাতীয় দলের হয়ে খেলেছিলেন ৫২ টি ম্যাচ। আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি তাকে 'গুরু' মানেন। দুইজন একসঙ্গে খেলেছেন এর আগে, এবার হয়ত গুরু-শিষ্যের ব্যাপারটা আবার দেখা যাবে মাঠে।