ব্যাটসম্যানদের দিকেই তাকিয়ে সাকিব
সেন্ট কিটসে প্রথম টি-টোয়েন্টি হারের পর দায়টা ব্যাটসম্যানদের ওপরই চাপিয়েছিলেন সাকিব আল হাসান। ফ্লোরিডায় দ্বিতীয় টি-টোয়েন্টির আগেও বাংলাদেশ অধিনায়ক বলছেন, বেশ কিছু জায়গায় ব্যাটসম্যানরা উন্নতি করলেই গড়া সম্ভব বড় স্কোর।
প্রথম ম্যাচে ব্যাটসম্যানদের উইকেট ছুড়ে আসাটাই শেষ পর্যন্ত ভুগিয়েছে বাংলাদেশকে। ১১ ওভারে ১০০-তে পৌঁছালেও শেষদিকে মাহমুদউল্লাহকে সঙ্গ দেওয়ার মতো ব্যাটসম্যান ছিলেন না, পরের ৯ ওভারে তাই মাত্র ৪৩ রান তুলেই থামতে হয়েছিল বাংলাদেশকে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লক্ষ্যটা ১১ ওভারে ৯১ রানে নেমে এসেছিল ওয়েস্ট ইন্ডিজের জন্য, মারলন স্যামুয়েলস ও আন্দ্রে রাসেলের ঝড়ে সে লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে গেছে বেশ অনায়াসেই।
“সুযোগ আমাদের ছিল রান করার। বেশ কিছু কারণে হয়নি, সেসব জায়গায় উন্নতি করলে আরও বড় স্কোর গড়া সম্ভব”, দ্বিতীয় টি-টোয়েন্টির আগে বলেছেন সাকিব।
ফ্লোরিডার এই মাঠে সাকিবের খেলার অভিজ্ঞতা আছে, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, সিপিএলে খেলেছেন এখানে। তবে সিপিএলের ম্যাচ থেকে এ উইকেটটাকে ভিন্ন মনে হচ্ছে তার কাছে, “সিপিএলে যেমন উইকেটে ম্যাচ খেলছি, এটা ভিন্ন। আসলে আজ অনুশীলনের পর বুঝা যাবে, যদিও সাইড-উইকেটে অনুশীলন করবো, তবুও ধারণা পাওয়া যাবে।”
“সিপিএলের উইকেট থেকে আরেকটু দ্রতগতির হওয়ার কথা। দেখতে একরকম মনে হলেও আসলে অনেক সময় হয় না।”
সব মিলিয়ে ম্যাচটা বেশ রোমাঞ্চিতই হবে বলে মনে করছেন সাকিব। এর একটা কারণ দর্শকরাও। বেশ কিছু প্রবাসী বাংলাদেশী ম্যাচ দেখতে আসবেন বলে আশা করা হচ্ছে। সাকিব বলছেন, “সবার জন্যই ম্যাচটা রোমাঞ্চকর হওয়া উচিত। বাঙালি দর্শকরা থাকবেন, সবার জন্য ব্যাপারটা মজারই হওয়া উচিৎ।”