• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    জমজ ছেলের জন্য জার্সি নম্বর বদলালেন মোরাতা

    জমজ ছেলের জন্য জার্সি নম্বর বদলালেন মোরাতা    

    রিয়াল মাদ্রিদ থেকে চেলসিতে যোগ দিয়ে গত মৌসুমে ৯ নম্বর জার্সি নিয়েছিলেন আলভারো মোরাতা। স্ট্যামফোর্ড ব্রিজে দ্বিতীয় মৌসুম শুরু করার আগে সেই নম্বরটা বদলে ফেলেছেন স্প্যানিশ স্ট্রাইকার। খেলোয়াড়দের জার্সি নম্বর বদলানো অবশ্য নতুন ঘটনা নয়। তবে মোরাতার জার্সি নম্বর বদলানোর কারণটা বেশ আরও বড়। 

    কয়েকদিন আগেই যমজ সন্তানের পিতা হয়েছেন ২৫ বছর বয়সী। চেলসির অফিসিয়াল সাইটে দেওয়া সাক্ষাৎকারে মোরাতা জানিয়েছেন, সেই দিনটা স্মরণীয় করে রাখতেই তিনি ৯ এর সঙ্গে জার্সিতে যোগ করেছেন ২ সংখ্যাটাও। অর্থাৎ এখন থেকে চেলসিতে ২৯ নম্বর জার্সি গায়ে চড়াবেন তিনি। "এই দিনটা আমি কখনোই ভুলতে পারব না। যেদিনে আমি আমার জমজ সন্তানকে পৃথিবীতে আমন্ত্রণ জানিয়েছি।"
    "পরিবার আমার কাছে খুবই গুরুত্বপুর্ণ, তাই আমি যখন মাঠে থাকি তখনও আমার সন্তান আর স্ত্রীকে সম্মান জানাতে চাই, ওই দিনটা স্মরণ করে। একারণেই জার্সিতে দুই সংখ্যাটা যোগ করেছি।"

    "যারা এরই মধ্যে আমার ৯ নম্বর জার্সি কিনে ফেলেছে তাদের জন্য আমি দুঃখিত। কিন্তু আশা করি তারা আমার কারণটা বুঝতে পারবে।"