"দয়া করে আমাকে ভুল বুঝবেন না", সাকিবের নতুন ভিডিও-বার্তা
নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে এর আগে একটা পোস্ট করেছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য। এরপর সেটা সরিয়ে একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন তিনি।
সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক লিখেছেন, “আমার সকল ভক্তদের জানাচ্ছি যে আপনারা হয়তো আমার ব্যাক্ত করা কথায় আমাকে ভুল বুঝছেন। দয়া করে আমাকে ভুল বুঝবেন না, আমারও আপনাদের সবার মতো পরিবার আছে, যাদের নিরাপত্তা আমার কাছেও অনেক বেশি মুল্যবান। আমি আপনাদেরই একজন, আমি সব সময় আপনাদের সাথে ছিলাম, আছি এবং কথা দিচ্ছি ভবিষ্যতেও থাকব। আমি শুধু বলতে চাই যে আপনাদের আন্দোলনকে একটি সঠিক ফলাফলে পৌছে দেয়ার জন্যে আমাদের সরকার কে সুযোগ দেয়া উচিত যেন সরকার খুব দ্রুত আপনাদের দাবি বাস্তবায়ন করতে পারে।”
আর ভিডিও-বার্তায় সাকিব বলেছেন, “আপনারা যারা এই ভিডিও দেখছেন, অনেকেরই হয়তো বাচ্চা আছে, পরিবার আছে। আমরা সবাই চাই, আমাদের বাচ্চারা নিরাপদে রাস্তায় চলাফেরা করুক।”
আগের পোস্টের মতো এখানেও আন্দোলনরত শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, “আমি তোমাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।
“এই দাবি যদি পূরণ না হয়, এবং ভবিষ্যতে আমাদের আবার আন্দোলন করতে হয়, তোমরা আমাকে তোমাদের পাশে সবসময় পাবে। এই প্রতিজ্ঞা আমি তোমাদের করছি। আশা করি তোমরা আমার বার্তাটি বুঝতে পেরেছ। কারণ আমরা সবাই মিলেই পারি, বাংলাদেশকে একটি “বেটার” বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে।”