• বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর
  • " />

     

    মনে হচ্ছিল আমরা বাংলাদেশেই খেলছি: সাকিব

    মনে হচ্ছিল আমরা বাংলাদেশেই খেলছি: সাকিব    

    জয়ের জন্য অপেক্ষা করতে হলো শেষ ওভার পর্যন্ত। নাজমুল হাসান অপুর দারুণ এক ওভারে ১২ রানের জয় নিয়েই ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সমতা আনল বাংলাদেশ। ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসান বলছেন, দর্শকসারিতে বাংলাদেশিদের আধিপত্য দেখে মনে হচ্ছিল তিনি বাংলাদেশেই খেলছেন!    

    আগের ম্যাচের শেষে বলেছিলেন, ফ্লোরিডার দর্শকরা বড় ভূমিকা রাখবে ম্যাচে। হয়েছেও সেটাই, বাংলাদেশি সমর্থকে ভরপুর ছিল স্টেডিয়াম। সাকিব বলছেন, দর্শকরা এই জয়ে বড় ভূমিকা রেখেছে, ‘আগের ম্যাচের পর আমরা নিজেদের মাঝে আলোচনা করেছিলাম। আমাদের বিশ্বাস ছিল আমরা ঘুরে দাঁড়াতে পারব। দর্শকরা অনেক বড় ভূমিকা রেখেছে, আমার তো মনে হচ্ছিল আমরা বাংলাদেশেই খেলছি! আশা করি তারা কালকেও আমাকে সমর্থন জানাবে। বোলাররা দারুণ বল করেছেন, দলীয় পারফরম্যান্সেই এই জয়।’

    আগের ম্যাচে শূন্য রানেই আউট হয়েছিলেন তামিম। ৪৪ বলে ৭৪ রানের ইনিংস খেলে আজ বাংলাদেশকে ভালো পুঁজি এনে দিয়েছিলেন তিনি, হয়েছেন ম্যাচসেরাও। তামিম মনে করেন, ধৈর্য রেখে ব্যাটিং করেছেন বলেই এমনটা হয়েছে, ‘আগের দিন ভাগ্য সাথে ছিল না। আজকে অনেক ধৈর্যের সাথে ব্যাটিং করেছিল, সময় নিয়েছি সেট হতে, শেষের দিকে আক্রমণাত্মক হয়েছি। সাকিবও দারুণ একটা ইনিংস খেলেছে। আমার ওপর থেকে চাপটা সেই কমিয়েছে। এই প্রথমবার এই পিচে খেললাম, ভালোই লেগেছে। রান করলে অবশ্য পিচ ভালোই লাগে সবসময়!’

    আগামীকাল একই মাঠে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।